সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কালাইয়ে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৮

'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' প্রতিপাদ্যে জয়পুরহাটে কালাইয়ে দুদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত। সোমবার সকাল ১১টায় কালাই সরকারি মহিলা কলেজ চত্বরে বেলুন উড়িয়ে তিনি এ মেলার উদ্বোধন করেন। এর পরপরই তিনি মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা স্টলগুলো পরিদর্শন করেন। পরে একটি শোভাযাত্রা মেলা চত্বর প্রদক্ষিণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ কুমার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বফিকুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মো. ইমরান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউর রহমান প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বিজ্ঞান মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি গবেষণা স্টল স্থান পেয়েছে। আজ সোমবার থেকে শুরু হওয়া বিজ্ঞান মেলাটি চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে