বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেনীর দাগনভুইয়াতে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের উদ্দেগে সালাম যাদুঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফেনী প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৯
ফেনীর দাগনভুইয়াতে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের উদ্দেগে সালাম যাদুঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফেনীর দাগভূইয়া উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের সালাম নগরে ভাষা শহীদ আবদুস সালাম স্নৃতি জাদুঘর ও গ্রন্থাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর হাতের লিখার প্রতিযোগিতা অনুষ্ঠান ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের উদ্দেগে অনুস্টিত হয়েছে। রবিবার সকালে যাদুঘরে এ প্রতিযোগীতায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন ।

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মো শাহাদাত হোসেন। সাংবাদিক ইফতেখার হোসেনের সঞ্চালনায়, অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, আরটিভি ও দৈনিক যায়যায় দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দাগনভুইয়া উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও ব্যাংকার মীজানুর রহমান হিরো, প্রবাসী ফোরামের উদ্দোক্তা পরিচালক আবুল কাশেম, ভাষা শহীদ আব্দুস সালামের ছোটভাই আব্দুল করিম, দাগনভুইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন রনি, কলামিস্ট কৃষান মোশারফ, সাবেক সভাপতি আবু তাহের পন্ডিত, ইমাম হাসান কচি, নারি সাংবাদিক সাম্যলীনা সহ অনেকে। উক্ত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগী সহ অভিভাবক সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথি গন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে