বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০০
সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

নোয়াখালীর সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস আলীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক আবুল বাশার ও নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, ইউ আর সি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, উপজেলা বি আর ডি বি কর্মকর্তা হাছিনা আক্তার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহীদ উল্যা, পশ্চিম ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উল্যা,উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন প্রমুখ।

এর আগে শনিবার ক্রিড়া ও সোমবার দিনব্যাপী সাংস্কৃতিক বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন ইভেন্টে ইউনিয়ন পর্যায়ে ১ম স্থান অর্জন কারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ সহ অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে