রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাজেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
সেনাবাহিনী
  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট এলাকায় ২ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন।

২৫ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপকার ভোগীদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন বাঘাইহাট সেনা জোনের নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাইরুল আমিন (পিএসসি)।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপাপ্ত উপ-অধিনায়ক মেজর রাজিব হোসাইন (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের ৪নং সদস্য দয়াধন চাকমা, ১,২,ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রিপিকা চাকমা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট কাঠ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমূখ।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা অনান্য অঞ্চল থেকে আবহাওয়া একটু ব্যতিক্রম হওয়ায় রাতের সময় অধিক কনকনে শীত পড়ে। তাই অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে থাকার জন্য পূর্বের ন্যায় এ ধরনের উদ্যোগ নিয়েছে বাঘাইহাট সেনা জোন। ভবিষ্যতেও এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে