রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চোলাই মদ সহ বাবা-মেয়ে গ্রেফতার

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮
চোলাই মদ সহ বাবা-মেয়ে গ্রেফতার

আজমিরীগঞ্জে চোলাই মদ ও মদ তৈরীর উপকরনসহ বাবা ও মেয়েকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের নিকট থেকে ২০ লিটার চোলাই মদ ও ২৫ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোলাই মদ তৈরি ও বিক্রির মুলহোতা মেয়ের জামাতা পালিয়ে যায়।

রোববার সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর চরহাটি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো, উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের জয়দেব দাস কালীর স্ত্রী ঝুমা রাণী দাস (২২) এবং ঝুমা রানীর পিতা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সরসপুর গ্রামের অর্জুন দাস (৫৮)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বদলপুর ইউনিয়নের পাহাড়পুর চরহাটির বাসিন্দা জয়দেব দাস কালী ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রী করে আসছিলো। রোববার বিকালে স্থানীয়রা মদ তৈরির খবর পেয়ে জয়দেব দাস কালীর বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেয় ।

খবর পেয়ে পুলিশ জয়দেব দাস কালীর বাড়ি থেকে তার স্ত্রী ঝুমা রাণী দাস ও ঝুমার পিতা অর্জুন দাসকে উল্লেখিত চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জয়দেব বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে যায়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ ঘঠণার সত্যতা নিশিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে