রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ১৮:৩৮
ছবি-যায়যায়দিন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ ও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিন ব্যাপী ২মে থেকে ৪ মে পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

৪ মে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান(পিপিএম), শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রকাশ তিন দিন ব্যাপী প্রশিক্ষণে ১৮ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা ১০১জন প্রিজাইডিং অফিসার, ৭৬৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৫৩৬ জন পোলিং অফিসারকে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।

শ্যামনগর উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৯২টি। ভোট কক্ষের সংখ্যা ৬৯৮টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২টি ইউনিয়নে ২ লক্ষ ৮৮ হাজার ৪শত ছেষষ্ট্রি জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৪৬ হাজার ১শত একাত্তর জন ও নারী ১ লক্ষ ৪২ হাজার ২শত বিরানব্বই জন। হিজড়া ৩ জন ভোটার।

ছবি- শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান(পিপিএম)।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে