শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গোসাইরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৮
গোসাইরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) সবিতা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান৷

উপজেলা প্রকৌশলী মো. ওবায়দুল বাসার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোসাইরহাট পৌরসভার মেয়র আবদুল আউয়াল সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রব সরদার, ইউপি চেয়ারম্যান মো. ওসমান গনি বেপারী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সরদার, সাংবাদিকসহ পৌর কাউন্সিলর ও মেম্বারগণ প্রমুখ। এসময়, সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে