রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হালদার পাড় কাটায় ১ জনকে কারাদণ্ড -২টি ড্রাম ট্রাক জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৪, ১৪:৫১
ছবি-যাযাদি

ফটিকছড়িতে হালদার পাড় কাটায় ফজলে আমিন (৩৬) নামে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি ডাম্পট্রাক জব্দ করা হয়।

আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে সুয়াবিল ইউনিয়ন এর এক্কুলিয়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়- হালদা পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় হাতেনাতে আসামী ফজলে আমিন(৩৬) কে গ্রেফতার করা হয়। পরে তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় দুইটি ডাম্পট্রাক জব্দ করা হয়।

আটককৃত ফজলে আমিন পশ্চিম সুয়াবিল এলাকার জালাল আহমেদের ছেলে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক বলেন- হালদা পাড়ের মাটি কাটার সময় হাতেনাতে একজনকে আটক করে মোবাইল কোর্টের আওতায় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এ আসামীকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ২ট ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে