রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক রোগী

চিতলমারী প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৪, ১৯:২০
চিতলমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক রোগী

বাগেরহাটের চিতলমারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেকের উদ্যোগে বিনামূল্যে দেড় শতাধিক চক্ষু রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০ টায় দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেণ কোডেক বাগেরহাটের জোনাল ম্যানেজার মাহাবুব আলম।

কোডেক সমৃদ্ধি কর্মসূচির আওতায় ও পিকেএসএফ এর অর্থায়নে খাসেরহাট কোডেক কার্যালযে সন্তোষপুর ইউনিয়নের চক্ষু রোগীদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে এ চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। একইসাথে সংস্থার অর্থায়নে ৫০ জন ছানি রোগীকে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য প্রেরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে