শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাউফলে বকেয়া বেতনের দাবীতে ক্লিনিক কর্মচারীদের বিক্ষোভ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৪, ১৮:৪৬
বাউফলে বকেয়া বেতনের দাবীতে ক্লিনিক কর্মচারীদের বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে ইউনিক কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টারের কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছেন। ওই ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। জানা গেছে বাউফল উপজেলা পরিষদের সামনে অবস্থিত ইউনিক কেয়ার ক্লিনিকের ১৭ জন কর্মচারীকে ৪ মাসের বেতন পরিশোধ না করেই আর কাজে না আসার নির্দেশ দেয় কর্তৃপক্ষ । ইউনিক কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টার বর্তমানে ইসলামিয়া ক্লিনিক নামে পরিচালিত হচ্ছে। গত ডিসেম্বর মাসে আগের নাম পরিবর্তন করে সাইনবোর্ডে ইসলামিয়া ক্লিনিক নাম দেয়া হয়। একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে লোকসানের কারনে ক্লিনিকের মালিকদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ক্লিনিকের কয়েকজন মালিককে বাদ দিয়ে আবার নতুন কয়েকজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এ কারনে আগের কয়েকজন মালিকের নিয়োগ দেয়া কর্মচারীদের কাজে আসতে বারন করা হয়েছে। রোজিনা নামের একজন নার্স বলেন, যোগদানের সময় আমাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এখন আমাদের ৪ মাসের বেতন পরিশোধ না করেই কাজে আসতে নিষেধ করা হয়েছে। বকেয়া বেতন চাইতে গেলে আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। রাকিব নামের অপর এক ওয়ার্ড বয় বলেন, আমাদের বকেয়া পাওনা আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। বকেয়া বেতন না দেওয়ায় বুধবার ক্লিনিকের সামনে কয়েকজন ভুক্তভোগী বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, অভিযোগের ব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে