রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৪, ১৫:০২

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো শামীম হাসানের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল করিম, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, আবীর হোসেনে প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমনের সঞ্চালনায় “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল করিম, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, মেহেরপুর টিটিসির কোরিয়ান ভাযা প্রশিক্ষক সফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, হোটেল ব্যাবাসায়ী মো. জিয়া।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে