রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দীঘিনালায় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৪, ১৯:৪২

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ (শুক্রবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বাজার চৌধুরী জেসমিন চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা, দীঘিনালা থানার প্রতিনিধি এসআই প্রেমানন্দ মণ্ডল, সাংবাদিক মহাসিন মিয়া প্রমূখ।

এ সময় বক্তারা রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেন পাশাপাশি সকলের হাতে ভোক্তা অধিকার আইন সম্পর্কিত লিফলেট তুলেন দেন। পরিশেষে কোনোপ্রকার কৃত্রিম উপায় অবলম্বন না করে দ্রব্যমূল্যে, ব্যবসায় ও পণ্য বিক্রিতে ভোক্তার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় উপজেলার বোয়ালখালী, দীঘিনালা, কবাখালি, মেরুং ও বাবুছড়া বাজারের ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে