রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে জেলা প্রশাসকের বাজার অভিযান

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ১৬ মার্চ ২০২৪, ১৭:৫১

মৌলভীবাজারে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম'র নেতৃত্বে শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্রের পশ্চিমবাজারে এ অভিযান পরিচালিত হয়।

মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করায় পশ্চিম বাজার এলাকায় ৩ টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বিক্রেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম) (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার'র সহকারী পরিচালক শফিকুল ইসলাম সহ অনেকে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে