শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে: প্রাণ গোপাল দত্ত 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ১৪:৫০
বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে: প্রাণ গোপাল দত্ত 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের মাধ্যমে দেশ গড়তে হবে। এ আদর্শ ও চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। যাতে তারা বিপথগামী না হয়, ভুল পথে পথ না হারায়।

রোববার (১৭ মার্চ) চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদয়ালয় কলেজের আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এ কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন- এডভোকেট মলয় সাহা, বিদয়ালয়ের প্রধান শিক্ষক অধ্যাপক খোরশেদ আলম,বিদ্যালয়ের পরিচালনা প্রসদের সদস্য দিদারুল আলম মিঠু,আহমেদ শরীর মিঠু,চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েলসহ আরো অনেকেই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে