সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

উখিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস পালিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ১৫:১৪

কক্সবাজারের উখিয়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, ও থানার অফিসার ইনচার্জ শামীম হোসাইন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি ঘরে ঘরে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন,উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হুসেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, বাংলা একাডেমি সদস্য কবি আদিল চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে