রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিএনজি চালক নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৯:৫৭
চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিএনজি চালক নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকার বরুমতি সেতুর পাশে সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকালে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে সিএনজি অটোরিকশার। ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণে অটোচালক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মোঃ সবুর (২৮) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার মফিজুর রহমানের ছেলে।এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেট সংলগ্ন এলাকায় এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, হাইওয়ে পুলিশ অটো রিকশাটিকে ধাওয়া করলে অটোরিকশা চালক ভয়ে পালাতে গিয়ে বালুবাহী মিনিট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই বিস্ফোরণে ঝলসে যায় চালক।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে