রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলায় পেনশন বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, ভোলা
  ২৮ মার্চ ২০২৪, ১৯:৫৪

ভোলায় সর্বস্তরের জনসাধারণের নিকট সর্বজনীন পেনশন স্কিমের সুফল ও সুবিধাসমূহ তুলে ধরতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলার জেলা প্রশাসক মো; আরিফুজ্জামান, এ সময় আরো বক্তব্য রাখেন জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আব্দুল ম‌মিন টুলু, পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশের সকল শ্রেণির মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের জনসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।

এর ফলে যারা পেনশন স্কিমভূক্ত হয়ে নির্দিষ্ট মেয়ার্দে নিয়মিত সঞ্চয়ের টাকা জমা দিবেন তারাই ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে