রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংক একাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ এর ঘটনার জড়িত ৩ জন গ্রেফতার.

ফেনী প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ২০:০৪

ব্র্যাক ব্যাংক একাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ এর ঘটনার সহিত জড়িত ৩ জন আসামী গ্রেফতার এবং ০১ জন আসামীর আদালতে ফৌ: কা: বি: আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

ফেনী মডেল থানার মামলা নং-০২/৬১,তাং-০৩/০২/২০২৪ইং ধারা-৪০৬/৪২০ পেনাল কোড। সূত্রে জানা গেছে, মামলার বাদী গত ১৬/০১/২০২৪খ্রি. তারিখ রাত ১১:১৮ ঘটিকায় তার নিজ নামীয় ব্র্যাক ব্যাংক একাউন্ট হইতে প্রাপ্ত এসএমএস এর মাধ্যমে জানতে পারেন যে ০২টি বিকাশ নাম্বার ও ০২টি ব্যাংক একাউন্টের মাধ্যমে সর্বমোট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অজ্ঞাতনামা হ্যাকার’রা হ্যাক করে নিয়ে যায়।

সূত্র মতে মামলাটি রুজু হওয়ার পর ফেনী জেলা পুলিশ, সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে মডাস অপারেন্ডির ধরন বিবেচনায় নিয়ে থোয়াইঅংপ্রু মারমা বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনী এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির ভিত্তিতে অজ্ঞাত নামা হ্যাকার’দের গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় পূর্বক ঘটনার সহিত জড়িত আসামী মোহাম্মদ ইকবাল (৩৩), পিতা- মো: ইসমাইল, মাতা- মনজুরা বেগম, সাং- পাঠানিয়াগুদা, (তালুকদার বাড়ী, ইলিয়াস মেম্বার বাড়ী), ০৪নং ওয়ার্ড, থানা- চাঁন্দগাঁও, জেলা- চট্টগ্রাম, আরিফ উল্লাহ (৪০), পিতা- মো: জাকারিয়া, মাতা- মাসুদা বেগম, স্থায়ী সাং- উত্তর সিকদারপাড়া (মাতার বাড়ী, কুড়া মিয়ার বাড়ী), ২ নং ওয়ার্ড, মাতার বাড়ী ইউপি, থানা- মহেষখালী, জেলা- কক্সবাজার, এ/পি- হামিদচর (সিটি গার্ডেন আবাসিক, খুরশেদ আলম ভিলা), ৪নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম, রকিবুল হাসান প্র: রাকিব (৩৪), পিতা- মোজাম্মেল হক, মাতা- কামরুন্নেছা, সাং- ইউনুছখালী, মাইজপাড়া (নূর আহাম্মদের বাপের বাড়ী), ০৩নং ওয়ার্ড, কালারমার ছড়া ইউপি, থানা- মহেষখালী, জেলা- কক্সবাজার, এ/পি- রুমালিয়ারছড়া, হাসেমিয়া মাদ্রাসা (মোবারক ম্যানশনের নিচ তলার ভাড়াটিয়া), গুদারপাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা কক্সবাজার’ দেরকে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা’সহ বিভিন্ন জেলায় সূত্র মতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নি:)/সাইফুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালানা করা হয়েছে। এতে মামলার ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে মামলার ঘটনা সংশ্লিষ্ট আলামত মোবাইল ফোন ও একাধিক সীম কার্ড উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আসামী মোহাম্মদ ইকবাল (৩৩) কৌশলে বাদীর ব্র্যাক ব্যাংক একাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করেছে মর্মে দোষ স্বীকার পূর্বক সেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। অত্র মামলার ঘটনার সাথে সম্পৃক্ত সংঘবদ্ধ আরো অজ্ঞাতনামা আসামী’দের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তদন্তের কর্মকর্তারা ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে