শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধনবাড়ীতে বিএনপি’র ইফতার মাহফিল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ২০:২২

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ধনবড়ী সরকারী কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান।

এসময় বক্তব্য দেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম বাতেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা, গত জাতীয় সংসদ নির্বাচনকে একটি পাতানো খেলা খেলা নির্বাচন বলে ঈদের পরে তারা রাজ পথে থাকবে বলে বর্তমান ক্ষভমতাসীন দল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানোর হুশিয়ারি দিয়ে সকল নেতা ও কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে