বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চৌহালীতে পেনশন স্কিম বিষয়ক জন-অবহিতকরণ সভা 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৯
চৌহালীতে পেনশন স্কিম বিষয়ক জন-অবহিতকরণ সভা 

সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন এই প্রতিবাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জন-অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক হোসেন।

ইউএনও মাহবুব হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথমবারের মতো চালু করলেন সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা। এই স্কিমের আওতায় সরকারি চাকুরীজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুিবধার অন্তর্ভুক্ত হবে। ১৮ বছরের বেশি হলেই এখন থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। যারা সরকারি চাকরি করেন তারা তো পেনশন পান। সরকারি চাকরির বাহিরের জনগোষ্ঠীর জন্য এই ব্যবস্থা।

এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবুল বশির, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে