রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চন্দনাইশ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৪, ১৮:৫৭
চন্দনাইশ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশে "চন্দনাইশ সমিতি চট্টগ্রাম" এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা সদরস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ‍্যালয় মাঠে সমিতির সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। ট্রাষ্টি সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রূপা, ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, ট্রাষ্টি চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, প্রধান উপদেষ্টা ডাক্তার শাহাদাত হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌর মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, সিভিল সার্জন ওয়াজেদ চৌধুরী অভি, সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা, উপজেলা আ'লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক তৈয়বুর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে আব্দুল মন্নান, আরশাদ উল্লাহ, চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, চেয়ারম্যান আব্দুল আলীম, আমিন আহমদ চৌধুরী রোকন, চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, খোরশেদুল আলম, পৃষ্ঠপোষক সদস‍্য তৌহিদুল আলম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুন্না প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্থরের গন‍্যমাণ‍্য ব‍্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চন্দনাইশে যারা নানা কারণে পিছিয়ে আছে তাদের যেন এগিয়ে নিয়ে যেতে পারে সে লক্ষে চন্দনাইশ সমিতি পিছিয়ে পড়াদের কল্যাণে কাজ করছে,সামনে আরো কাজ করবে আশা করছি। চন্দনাইশ বাসীদের মাঝে দলমত নিবিশেষে সবার মধ্যে যেন সৌহাদ্যপূর্ণ সম্পর্ক যাতে স্থাপিত হয় এই দোয়া করি। তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল অর্থনীতি বিরাজ থাকে। এ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেইভাবে এগিয়ে যাওয়ার জন্য এবং আগামীর বাংলাদেশ যাতে প্রতিটা মানুষের উন্নয়নে দেশের সরকার ব্যবস্থা কাজে লাগে সেজন্য দোয়া করবেন। যারা সমাজের পিছিয়ে আছে তাদের যেন আমরা এগিয়ে নিতে পারি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে