শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে ঈদের জামাতে হাজারো মানুষের ঢল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ১১ এপ্রিল ২০২৪, ১১:২১
ছবি : যায়যায়দিন

পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়তে ঈদের জামাতে হাজারো মানুষের ঢল নামে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাহী ঈদগাহ ময়দানে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে শাহী ঈদগাহ ময়দানে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত ৬টা ৪৫ মিঃ, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিঃ, ও তৃতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঈদের প্রথম জামাতে ইমামতি করেন, শ্রীমঙ্গল জামে মসজিদের (বড় মসজিদ) খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কদর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিকুল ইসলাম রুম্মনসহ জামাতে অংশ গ্রহণ করেন শ্রীমঙ্গলের হাজারো মানুষ। মানুষ ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে রাস্তায় হাজার হাজার মুসল্লি প্রথম জামাতে শরিক হোন।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন নতুন বাজার মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দীন। আর তৃতীয় জামাতে ইমামতি করেন আলাবক্স মসজিদের খতিব মুফতি আব্দুল মজিদ। ঈদের জামাতকে ঘিরে শাহী ঈদগাহ ময়দানে ছিলো সর্বচ্চো নিরাপত্তা ব্যবস্থা।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে