শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী  ২২ জন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৩
নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী  ২২ জন

প্রথম ধাপে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকাল ৫ টা পযন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সহকারী রিটানিং কর্মকর্তা ও নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইলে সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন পত্র দাখিল করা উপজেলা চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, বর্তমান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, এস এম ফিরোজ উদ্দিন, তৌহিদুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার আহমদ আলী শাহ, সরদার আমজাদ হোসেন, রবিউল ইসলাম, খন্দকার জুয়েল ইমাম, জিল্লুর রহমান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন,তারা হলেন, খালেদ মাহমুদ,আখতার হোসেন, সেলিম রেজা,রায়হান হোসেন, রুবেল আহমেদ, গোলাম মোস্তফা, সুজন আলী।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, প্রভাষক রিনা পারভিন,সাবেক ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, সাবিনা ইয়াসমিন, রেনুকা হুজুর ও মাসুদা পারভীন।প্রথম ধাপে এই উপজেলায় ব্যালেট পেপারে ভোট গ্রহন হবে।মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে আগামী ১৭ এপ্রিল আগামী ২৩ এপ্রিল হবে প্রতীক বরাদ্দ, ভোট গ্রহন ৮ মে।জামায়াতের কোন প্রার্থী না থাকলেও বিএনপির দুই প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে