মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নীলফামারী সিভিল সার্জন অফিসের আয়োজনে এ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৭ এপ্রিল ২০২৪, ১৬:৫৩

২১-২৭ এপ্রিল ২০২৪ সময়কালীন ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে বুধবার সকাল ১০টায় নীলফামারী সিভিল সার্জন অফিসের আয়োজনে ‘জেলা এ্যাডভোকেসী সভা’ অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম এর সহযোগীতায় সিভিল সার্জন অফিসের সন্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আতিউর রহমান শেখ ও ডাঃ চন্দন রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের প্রমূখ।

এ্যাডভোকেসী সভায় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পৌরসভার প্যানেল মেয়র, স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ সিভিল সার্জন অফিসের কর্মচারীরা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে