মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে হিমোফিলিয়া দিবস উপলক্ষে সচেতনামুলক কর্মসূচি  

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ২২:৩৩
ছবি : যায়যায়দিন

বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও নানা কর্মসুচি পালন করা হয়েছে। হিমোফিলিয়া সম্পর্কে সচেতনাবৃদ্ধিতে দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল রোগীদের সমাবেশ, র‌্যালি ও রোগ সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে আলোচনা সভা।

বুধবার (১৭ এপ্রিল) সকালে “হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ” পাবনার উদ্যোগে ও ডাব্লুএফএইচ এর সহযোগিতায় ঈশ^রদী স্টেশন রোডস্থ বাজারের ১ নং গেটে একর্মসূচি পালন করা হয়।

দুরারোগ্য রোগ হিমোফিলিয়া সম্পর্কে সচেতনাবৃদ্ধিতে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী বিভাগীয় স্বেচ্ছাসেবি প্রধান মোঃ মেহেদী হাসানের দিক নির্দেশনায় পালিত কর্মসুচিতে হিমোফিলিয়া রোগিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রানা হোসেন, মোঃ সজিব মন্ডল, মোঃ আহমেদ, মোঃ সৌরভ হোসেন প্রমুখ।

কর্মসুচিতে একাত্বতা ঘোষণা করে অংশ গ্রহন করেন সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ, মোঃ ইয়াসিন শেখ, মুশফিকুর রহমান মিশন, মোঃ ইউসুফ হোসেন, নারী সাংবাদিক মুনমুন আক্তার, পল্লি চিকিৎসক মাসুম আহমেদ প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে