শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেট আসার খবরে পালালেন বর-কনে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৪, ১৯:০৪
ম্যাজিস্ট্রেট আসার খবরে পালালেন বর-কনে

কমিউনিটি সেন্টার বিয়ের আসরে ধুম-ধামের সাথে চলছে আয়োজন, বর ও কনে পক্ষের লোকজনে খাবার-আপ্যায়ন নিয়ে ব্যস্ত। এরই মধ্যে এসে গেল বরও। কিন্ত বিপত্তি ঘটাল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকেই পালিয়ে গেল নব বর ও কনেসহ স্বজনরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের হল-২১ নামের কমিউনিটি সেন্টারে। এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এক কিশোরী কন্যার বাল্য বিবাহ দিচ্ছেন অভিভাবকরা। এই খবরে প্রশাসনর লোকজনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যান বর-কনে ও স্বজনরা। পরে অভিভাবকদের ডেকে মোসলেকা নেওয়া হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে