রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে রাজু বাহিনীর প্রধান রাজু পাহালোয়ান অস্ত্রসহ গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ১৭:৪৫
আদমদীঘিতে রাজু বাহিনীর প্রধান রাজু পাহালোয়ান অস্ত্রসহ গ্রেফতার

আদমদীঘির ছাতিয়ানগ্রাম, সান্তাহার, তিলকপুরসহ বিভিন্ন সড়কে ছিনতাই, অপহরণ মারধরসহ নানা অপরাধের মুল হোতা রাজু বাহিনীর প্রধান রাজু পাহালোয়ান (৩২) কে পুলিশ বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। গত রোববার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সান্তাহার রেলওয়ে মালগুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করে সান্তাহার ফাঁড়ি পুলিশ। উক্ত রাজু পাহালোয়ান আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার মোস্তাকিম পাহালোয়ানের ছেলে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান বাদি হয়ে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের রাজু পাহালোয়েন বিরুদ্ধে রাস্তায় ছিনতাই, অপহরণ, ও মারধরসহ নানা অপরাধের অভিযোগ বহু দিনের। সে সহ তার দলবল মাঝে মধ্যে আদমদীঘি উপজেলা এলাকাসহ পার্শবর্তি উপজেলা এলাকায় রাস্তায় পথচারীদের আটকিয়ে মারধর চাঁদাবাজি, অপহরনসহ নানা অপরাধ সংঘটিত করতো। সম্প্রতি তার কয়েকজন সহযোগীদের গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে আদমদীঘি থানা পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড় টায় সান্তাহার মালগুদামের সামনে রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে রাজু পাহালোয়ান নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার ও তার হেফাজত থেকে একটি সিলভার রংয়ের দেশীয় অস্ত্র বার্মিজ ফোল্ডিং চাকু, একটি কাঠের বাটযুক্ত ধারালো চাকু, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন রাজু পাহালোয়ান একজন সন্ত্রাসী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত রোববার রাতে তাকে গ্রেফতার করে পরদিন গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে