সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস ৪টি পা উদ্ধার 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৫৩
ছবি-যায়যায়দিন

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টকার্ড অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস ও ৪টি পা উদ্ধার করে।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল ) রাত ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার ৪ নং সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডের চরলাঠিমারা এবং হরিণঘাটা সংলগ্ন খালি মাঠ থেকে ২৫ কেজি হরিণের মাংস ও ৪ টি পা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার শাকিব মেহবুব তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের ৯নংওয়ার্ডে অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করা হয় এবং উদ্ধার কালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে য়ায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের নিকট হস্থান্তর করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে