শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সিবিও সদস্যদের নিয়ে অর্জন ও প্লানিং সভা অনুষ্ঠিত  

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৬
আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫১
ছবি-যায়যায়দিন

নীলফামারী সদর উপজেলা পর্যায়ে বার্ষিক মেলায় সিবিও সমূহের অর্জন শেয়ারিং ও প্ল্যানিং বিষয়ক সভা বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহযোগিতায় পল্লীশ্রী নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে পল্লীশ্রী'র হলরুমে ২০জন নারী সদস্য নিয়ে চলতি বছরের অর্জন ও আগামী বছরের প্লানিং তৈরী করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী পরিচালক হাসান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেক্ট অফিসার শাহনাজ বেগম, প্রোগ্রাম ফ্যাসিলেটেটর নার্গিস বেগম প্রমুখ।

প্রজেক্ট অফিসার শাহনাজ বেগম জানান, সিবিওদের বার্ষিক চলমান কার্যক্রম বার্ষিক অর্জন ও কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে, যে সকল বাধা সমূহের সম্মুখীন হতে হয়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা এবং চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করা হয়। এর আগে ডোমার উপজেলায় রবিবার ও ডিমলা উপজেলায় মঙ্গলবার অনুরুপ অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়। এতে দুই উপজেলার চল্লিশ জন সিবিও সদস্য অংশগ্রহণ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে