কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার রাতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলযোগে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মো. ইকরাম (২৯), দক্ষিণ হ্নীলারের মো. রবিউল হোছেনের ছেলে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
৬৪ উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।