নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামের কলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার মাতা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক উপজেলার পাঁচরুখী মাইজপাড়া এলাকার জাকিরের পুত্র নাহিদ (২২)-কে গ্রেপ্তার করেছে।
মামলার নথি থেকে জানা যায় যে, ২২ জুন ধর্ষিতা তার মামা শরীফের শ্বশুরবাড়ী পাঁচরুখী মাইজপাড়া এলাকায় বেড়াতে যায়। সেখানে ২/৩ দিন থাকার পর ২৫ জুন রাতে ধর্ষিতা তার মামার শ্যালিকা নাদিয়ার সাথে একটি কক্ষে শুয়ে নিদ্রা যাপন করে। রাত অনুমান ১.৩০ টারি দকে ধর্ষিতা শৌচাগারে যাওয়ার সময় তার মামার শ্যালক নাহিদ তাকে জাপটে ধরে তার কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য চাপ প্রয়োগ করে। পরে ধর্ষিতা ঘটনাটি তার মাকে খুলে বললে ধর্ষিতার মা থানায় মামলা করেন।
আড়াইহাজর থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, মামলা গ্রহণের পর পরই অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।