সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১ শত ১ পিচ ১৩১৩ গজ ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড় জব্দ সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার সময় মধ্যনগর থানার ৪ নং সদর ইউনিয়নের মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে, শহীদ আয়তুল্লাহ ব্রীজের কাছে,অবৈধভাবে ভারত থেকে আসা চোরাচালানের একটি নৌকায় প্ল্যাস্টিকের বস্তা ভর্তি প্যান্ট তৈরির কপড় ও নৌকা সহ একজন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৮ লক্ষ ৭ হাজার ১শত ৫০ টাকা।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান এর নেতৃত্বে, অফিসার এসআই বিকাশ সরকার,বিপি এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ আশরাফুল ইসলাম, এএসআই স্বপন সরকার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালানো হয়।
এসময় চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে একজন নৌ শ্রমিককে আটক করেছে পুলিশ। দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মোঃ মিলন মিয়ার ছেলে মোঃ উমর ফারুক মিয়া (৩২) পুলিশের জালে আটকা পড়ে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আসামী উমর ফারুক অবৈধভাবে ভারতীয় বিভিন্ন রংয়ের প্যান্ট তৈরির থান কাপড় সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে বাংলাদেশে আনয়ন করায়,এবং তার নিজের নৌকা দ্বারা বহন করিয়া ও নিজ হেফাজতে রাখার অপরাধে এসআই বিকাশ সরকার এজাহার দায়ের করেন এবং মামলার তদন্তভার এসআই মোঃ আলমগীর হোসেনের নিকট অর্পন করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।