শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গমাঝে হেমন্ত

সামিমা বেগম
  ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

হিম-কুয়াশা পথের ধারে

শীতের পরেই বসন্ত,

শীত আগমন বার্তা নিয়ে

বঙ্গমাঝে হেমন্ত।

হিমঝুরি আর শিউলি ছাতিম

\হফোটে আরও গন্ধরাজ,

সবুজ পাতায় শিশির ঝরে

সকাল-বিকাল সন্ধ্যা সাঁঝ।

ধানের আঁটি বোঝাই করে

কৃষক ফিরে অঘ্রানে,

কৃষানি তার বানিয়ে গোলা

খুশিতে হয় আটখানে।

মাড়াই কলে চলছে এখন

ধান ভাঙানোর নয়া গান,

গাঁও-গেরামে ব্যস্ত সবাই

তুলতে গোলায় নতুন ধান।

খেজুর রস আর পিঠা-পুলির

চলছে এখন হেমন্ত

শীতের খাবার খেতে মজা

টাটকা সতেজ জীবন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75611 and publish = 1 order by id desc limit 3' at line 1