logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  আলিফ উদ্দিন   ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

নবীগঞ্জে প্রস্তুতি সভা

নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়াডর্ জেজেডি ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্থানীয় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও শ্রমিক নেতা মনর উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন আলিফ উদ্দিন। প্রস্তুতি সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

সভাপতি তার সূচনা বক্তব্যে বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরাম। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময়ে মাদক ও সন্ত্রাসবিরোধীসহ নানা কমর্সূচি পালন করে জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কারণে আজ আমরা সবাই বন্ধুত্বের অকৃত্রিম বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। এটি এমন একটি সংগঠন যেখানে উঁচু, নিচু, বণর্ বৈষম্য ও জাতি ভেদাভেদের কোনো স্থান নেই। বন্ধুসুলভ মনের অধিকারী যে কোনো বয়সের ব্যক্তি এ সংগঠনে এসে অনেকটা স্বাধীনভাবে কাজ করে নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন সোহাগ মিয়া, রবিন আহমেদ, আহসান কবির, হালিম মিয়া, রাহাত আহমেদ, কবির ইসলাম প্রমুখ।

সদস্য

জেজেডি ফ্রেন্ডস ফোরাম

নবীগঞ্জ, হবিগঞ্জ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে