শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শত্রæর ঘঁাটি

প্রদীপ মিত্র
  ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রেমিকার সলাজ দৃষ্টির মতো উনিশ’শ ঊনসত্তরের

গণ-আন্দোলন তার মিছিলের ঘনঘন ডাক

বুকের ভেতর গুড়–ম গুড়–ম করে ওঠে দেশ-মাতৃকার বিরাট আস্বাদ।

পঁচিশে মাচের্র ভয়ঙ্কর শত্রæর তাÐব, ঘরপোড়া নারীর চিৎকার

আমার ভেতর বেগানা যুবার আতর্নাদ। উঠি পড়ি-মরি

ঘরহারা আমরা অজস্র: এক লক্ষ্য, ‘শত্রæর বিরুদ্ধে লড়ো, ‘জয় বাংলা’!

কোথায় লড়াই করবার অস্ত্র, কোথায় সে প্রশিক্ষণ

নিরবচ্ছিন্ন রাতের গভীর সংকেত শুনতে শুনতে

জল-কাদা আর কাঠফাটা রোদের তুফান ভেঙে ভেঙেÑ আমরা গেরিলা!

আসন্ন বিপ্লব হাতের মুঠোয়, জিহŸার ডগায়

রসালো ফলের মতো অন্ত্রে অন্ত্রে জোগায় তার যৌবনের উপচার

যেন বানভাঙা নদী উপচানো জলস্রোত

অবিরাম কলকল করে ছোটে বীর বাঙালির অনন্ত গৌরব।

ক্ষুদিরাম-প্রফুল্ল চাকীর অন্তভের্দী সুসাহস :

‘কী সৌন্দযর্-স্রোত হোথা পড়িছে ঝরিয়া’Ñ কোমল হৃদয়

সহসা কঠিন থেকে সুকঠিন প্রশ্রয়ে অনড়-অনন্য

ঘরপোড়া মায়ের ক্রন্দন, অসম্মানে-লাঞ্ছনায় কাতর বোনের

অতল-ভ‚তল কঁাপানো আতর্ধ্বনি

পাকিস্তানি ঘাতকের ভয়াবহ উল্লম্ফন তাদের চোখের

হিংসার আগুনে দগ্ধ ‘পদ্মা-মেঘনা-যমুনা’ তার গঁাও-গেরাম-নগর।

হায় কিসিঞ্জার অবশেষে ঘাতকের বিশ্রি দঁাত হলি; দঁাদ হলি

মুক্তিকামী জনতার আর তার মৌল মানবিকতার ...।

ফিনফিনে রোদের মতোন আমাদের চেহারায়-সাবের্ভৗম সত্তা

অবিরাম কথা কয়- ‘দেশমাতৃকার স্বজন-সন্তান

পরাভব কখনো মানে না। আমরা অটল, অগ্রসরমান

মুক্তিযুদ্ধের কায়দা-কানুন, বঙ্গবন্ধুর নিদের্শ

পূণির্মার চঁাদের মতোন কী স্নিগ্ধ, কী অপূবর্ সংগীত

‘শত্রæর সম্মুখে দীপ্ত, সপ্রতিভ প্রতিজ্ঞায়

হঠাও শত্রæর ঘাট আর ঘঁাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20431 and publish = 1 order by id desc limit 3' at line 1