শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুটিতে দুটিতে...

তারার মেলা রিপোটর্
  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
মেহজাবিন ও অপূবর্

জুটি প্রথার প্রচলন নতুন নয়, এটি বহু পুরনো একটি রীতি। দশর্কদের চাহিদার কারণেই নাটক ও চলচ্চিত্রে শুরু থেকেই জুটি প্রথার সৃষ্টি হয়। যদিও এখন আর আগের মতো কোনো জুটিই তেমন বেশিদিন স্থায়ী হয়ে ওঠে না। তবে ব্যতিক্রম কেবল অপূবর্-মেহজাবিন। ২০১৩ সালে ‘অবশেষে অন্য কিছু’ নাটকের মাধ্যমে প্রথম জুটি বঁাধেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে কমেই যেন দ্যুতি ছড়াতে থাকেন এই যুগল। বলতে গেলে, চলমান সময়ে টেলিভিশনের রোমান্টিক নাটকে অপরিহাযর্ এক জুটি হচ্ছেন এই দুজন।

ইতোমধ্যে জনপ্রিয় জুটি হিসেবে নিজেদের প্রমাণও করেছেন তারা। বহুল আলোচিত ‘বড় ছেলে’ নাটকে অপূবর্-মেহজাবিনের অভিনয় মুগ্ধ করেনিÑ এমন দশর্ক খুঁজে পাওয়া কঠিন। এ নাটকটি প্রচারের পর থেকে অপূবর্-মেহজাবিন জুটি অভিনীত নাটকের প্রতি দশের্কর আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। গত বছরেও দশর্কপ্রিয় আলোচিত বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে অভিনয় করেন সময়ের এই সেরা জুটি। এই জুটির নাটক কিংবা টেলিফিল্ম মানেই দশের্কর কাছে একটু বাড়তি আগ্রহ। কারণ অপূবর্ ও মেহজাবিনের নাটক মানেই একটি অন্যরকম গল্প, মানসম্পন্ন নিমার্ণশৈলী এবং দুজনের মনকাড়া অভিনয়। রোমান্টিক গল্পের নাটকেই দুজনকে বেশি মানায়। শিহাব শাহীন পরিচালিত তুমি যদি বলো, জাকারিয়া শৌখিনের যদি তুমি জানতে, জলসা ঘর, মিজানুর রহমান আরিয়ানের সুখে দুঃখে, আস্থা, মাহমুদুর রহমান হিমির তোমার অপেক্ষায়, ইচ্ছে খাম, মাবরুর রশীদ বান্নাহর কত দিন পর হলো দেখা, বিইউ শুভর টুকরা প্রেমের টান ও সাব্বির-মামুনের পাশাপাশিসহ বেশ কিছু নাটক টেলিফিল্মে অভিনয় করেন এ জুটি।

২০১৩ সালে ‘অবশেষে অন্য কিছু’ নাটকের মাধ্যমে প্রথম জুটি বঁাধেন অপূবর্- মেহজাবিন। শফিকুর রহমান শান্তনুর মূল গল্পে এক ঘণ্টার এই নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন মনিরুজ্জামান নাহিদ। মেহজাবিন বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর অনেকের সঙ্গেই অভিনয় করা হয়। অপূবর্ ভাইয়ার অভিনয় দেখতাম। খুব ভালো লাগত তার অভিনয়। অবশেষে ‘অবশেষে অন্য কিছু’ নাকে তার সঙ্গে প্রথম কাজ করি। তিনি সহজেই আমাকে খুব আপন করে নেন। সিনিয়র হিসেবে সহযোগিতা করেন অভিনয়ে।’

অপূবর্ বলেন, ‘আমাদের প্রথম কাজটিই দশের্কর ভালো লেগে যায়। এরপর আমরা অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। ভালোবাসা দিবসের অনেক নাটকে আমরা কাজ করেছি। এবারের ভালোবাসা দিবসেও দশর্করা আমাদের একসঙ্গে দেখতে পাবেন।’

গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অভিনীত নাটকগুলো দারুণ প্রশংসিত হয়। এর মধ্যে ভালোবাসা দিবসের দিন রাত ৯টায় আরটিভিতে প্রচার হয়েছিল অপূবর্-মেহজাবিনের ‘তুমি যদি বল’। শিহাব শাহীন নিদেির্শত নাটকটি প্রচারের পর দশের্কর মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়।

ভালোবাসা দিবসের জন্য বিইউ শুভ দুটি নাটক নিমার্ণ করেন। একটি ড্রিমগালর্, অন্যটি ফাস্টর্ লাভ। দুটি নাটকের গল্পই বেশ রোমান্টিক।

এবার ভালোবাসা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত ৯টায় এসএ টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ভালো থেকো তুমিও’। এ ছাড়া বিভিন্ন চ্যানেলে প্রচারিত তাদের বেশ কয়েকটি নাটক।

বছরজুড়ে একের পর এক নাটকে মেহজাবিনের সঙ্গে কাজ করা এবং একজন সহশিল্পী হিসেবে মেহজাবিন প্রসঙ্গে অপূবর্ বলেন, ‘সত্যি বলতে কী জুটি তো আর ইচ্ছে করলেই আমরা হতে পারি না বা পরিচালক ইচ্ছে করলেও সৃষ্টি করতে পারেন না। এটা একান্তই দশের্কর ভালো লাগার ওপর নিভর্র করে। এ জন্য আমি দশের্কর কাছে কৃতজ্ঞ।’ মেহজাবিন বলেন, ‘আমাদের জুটিকে দশর্ক ভালোভাবে গ্রহণ করছেন। এটা দশের্করই ভালো লাগা, ভালোবাসার ব্যাপার। তবে হ্যঁা, দশের্কর ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, তাদের এই ভালোবাসাকে সম্মান করি। তাদের ভালো লাগে বিধায়ই নিমার্তারা আমাদের জুটি হিসেবে নিয়ে কাজ করেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36537 and publish = 1 order by id desc limit 3' at line 1