শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২২ মে ২০২০, ০০:০০
চিত্রকর্ম মোনালিসা

আর্থিক মন্দা

মোনালিসা বিক্রির

প্রস্তাব ফ্রান্সে

যাযাদি ডেস্ক

করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ফ্রান্সের সরকার। অর্থনৈতিক পরিস্থিতিও ক্রমে খারাপ হচ্ছে। এমন অবস্থায় আর্থিক মন্দা কাটাতে তাই লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি 'মোনালিসা' চিত্রকর্মটি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন

একজন ফরাসি ব্যবসায়ী।

তবে তেমন কিছু ঘটলে ফ্রান্সের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে চিত্রকর্মবিষয়ক এক আন্তর্জাতিক সংগঠন।

ফ্রান্সে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ ৮২ হাজার মানুষ। মৃতু্য হয়েছে ২৮ হাজারের বেশি।

এদিকে দিনের পর দিন লকডাউনের জেরে অর্থনীতিতে ধস নেমেছে। এমন পরিস্থিতিতে ৫০ বিলিয়ন ইউরোতে মোনালিসা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান 'ফেবারনোভাল'র প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন। তিনি মনে করছেন, মোনালিসা বিক্রি হলে বড় রকমের আর্থিক সহায়তা পাওয়া যাবে। তা দিয়ে করোনা পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে।

ইতালির জনপ্রিয় চিত্রকর সিভিচ্চি অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, শিল্পকর্মটি লুভর জাদুঘরে রয়েছে ঠিকই। তবে এটি ফ্রান্সের সম্পদ নয়। তাই এই শিল্পকর্ম বিক্রি করা আইনত দন্ডনীয়। 'ওয়ার্ল্ড পেইন্টিং ফোরাম'র তরফেও জানানো হয়েছে, শিল্পকর্মটি বিক্রি করা হলে তারা ফ্রান্সের সরকারের বিরুদ্ধে মামলা করবে। সংবাদসূত্র : ফ্রান্স-২৪

ভেন্টিলেটরে অনিয়ম

স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাহাস গ্রেপ্তার হয়েছেন। করোনাভাইরাস মহামারির মধ্যে ১৭০টি ভেন্টিলেটর কেনায় অনিয়মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বুধবার বলিভিয়ার বিশেষ বাহিনীর প্রধান এ খবর জানিয়েছেন।

দেশটির অন্তর্র্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনাইন আনেজ টুইটারে লিখেছেন, একটি স্প্যানিশ কোম্পানির কাছ থেকে ১৭০টি ভেন্টিলেটর কিনতে 'ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক' থেকে পাওয়া তহবিলের ২০ লাখ

ডলার খরচ করা হয়েছে।

অনিয়মের অভিযোগে নাভাহাস ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এখনো কোনো অভিযোগপত্র দেননি বলে জানান রোহাস। গ্রেপ্তার হওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে

দেওয়া হয়েছে নাভাহাসকে।

সংবাদসূত্র :সিএনএন

জুম ভিডিওকলে

ফাঁসির রায়

যাযাদি ডেস্ক

সিঙ্গাপুরে মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জুম ভিডিওকলের মাধ্যমে ফাঁসির রায় দেওয়া হয়েছে। দেশটিতে এই প্রথম ভার্চুয়ালি কোনো মৃতু্যদন্ডাদেশ দেওয়া হলো। সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন চলাকালীন ভার্চুয়ালি এই রায় কার্যকর করা হয়েছে।

দন্ডিত পুনিথান গেনসান (৩৭) মালয়েশিয়ার নাগরিক। ২০১১ সালে মাদকদ্রব্য চালানে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর আদালতে তার বিরুদ্ধে বিচারকাজ চলছিল। অনলাইনে তার বিরুদ্ধে সকল প্রমাণাদি পেশ করা হলে বিচারক তার ফাঁসির রায় দেন।

সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র জানান, এই মামলার বিচারকাজের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তার কথা চিন্তা করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রায় শোনানো হয়েছে। সিঙ্গাপুরের ইতিহাসে এটি প্রথম ভার্চুয়াল রায় যেখানে দোষীর শাস্তি হিসেবে মৃতু্যদন্ড দেওয়া হয়েছে।

গেনসানের আইনজীবী পিটার ফের্নান্দো জানান, তার মক্কেলকে জুম কলের মাধ্যমে মামলার রায় শোনানো হয়েছে।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো জুম ব্যবহার করে রায় শোনানোর প্রক্রিয়া নিয়ে তুমুল সমালোচনা করেছে। 'হিউম্যান রাইটস ওয়াচ' এশিয়া ভিশনের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, 'শাস্তি হিসেবে মৃতু্যদন্ড খুবই নিষ্ঠুর ও অমানবিক। আর ভার্চুয়াল মৃতু্যদন্ডের রায় দেওয়াটা আরও বেশি অমানবিক।' সম্প্রতি নাইজেরিয়ার এক আদালতেও জুম ভিডিও কল ব্যবহার করে মৃতু্যদন্ড রায় দেওয়া হয়। সংবাদসূত্র :রয়টার্স

উহানে বন্যপ্রাণীর

ওপর নিষেধাজ্ঞা

যাযাদি ডেস্ক

চীনর হুবেই প্রদেশের রাজধানী

উহানে বন্যপ্রাণীর বেচাকেনা

নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার উহানের স্থানীয় কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, উহানে বন্যপ্রাণী বেচাকেনা থেকে শুরু করে সব ধরনের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে উহানে বন্যপ্রাণী

খাওয়াও বন্ধ হচ্ছে।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে শহর কর্তৃপক্ষ সব প্রকার বন্যপ্রাণীর খামারও বন্ধ করে দিয়েছে। এছাড়া উপযুক্ত কারণ ছাড়া বন্যপ্রাণীর শিকারও নিষিদ্ধ করা হয়েছে। ফলে নিষেধাজ্ঞার আওতায় পড়া বন্যপ্রাণীর খামারিদের সহায়তা দিতে সরকারি প্রণোদনা চালু করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের এই উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এতে সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় মৃতু্যর সংখ্যা এরই মধ্যে

তিন লাখ ছাড়িয়ে গেছে।

সংবাদসূত্র : সিবিএস নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100315 and publish = 1 order by id desc limit 3' at line 1