শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ জুন ২০২০, ০০:০০
আবদেলমালিক দ্রম্নকদেল

আল-কায়েদার উত্তর

আফ্রিকা-প্রধান নিহত

যাযাদি ডেস্ক

মালিতে এক অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার উত্তর আফ্রিকার প্রধান নিহত হয়েছেন বলে জানিয়েছে ফ্রান্স। গত বুধবার মালির উত্তরাঞ্চলে চালানো এক অভিযানে আবদেলমালিক দ্রম্নকদেল ছাড়াও তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন

সহচরও নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে নিশ্চিত করেছেন।

গত মাসে অন্য এক অভিযানে ফ্রান্সের সেনারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঊর্ধ্বতন এক কমান্ডারকেও আটক করেছিল।

দ্রম্নকদেল 'আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব'র (একিউআইএম) প্রধান ছাড়াও জঙ্গিগোষ্ঠীটির সাহেল অঞ্চলে ক্রিয়াশীল শাখা জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনিরেরও (জেএনআইএম) দায়িত্বে ছিলেন।

আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করা দ্রম্নকদেল বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার নেতৃত্বে একিউআইএম তিউনিসিয়া, নাইজার, মালি, আলজেরিয়া ও বুরকিনা ফাসোতে স্থানীয় ও বিদেশি নাগরিকদের অপহরণ, মুক্তিপণ আদায় ও একের পর এক বোমা হামলা চালিয়ে আসছিল।

দ্রম্নকদেলকে ২০১৬ সালে ওয়াগাদৌগৌর একটি হোটেলে বোমা হামলারও মূল পরিকল্পনাকারী বলা হয়। বুরকিনা ফাসোর রাজধানীতে ওই হামলায় ৩০ জন নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছিল। সংবাদসূত্র : বিবিসি

চীনা পণ্য বয়কটের

পক্ষে ভারতীয়রা

যাযাদি ডেস্ক

ভারতের বেশিরভাগ মানুষ চীনা পণ্য বয়কটের পক্ষে বলে এক জরিপে জানা গেছে। চীন সম্পর্কে ভারতীয়দের কী ধারণা, তা জানতে সম্প্রতি 'নিউজ-১৮' নেটওয়ার্কের পক্ষ থেকে

একটি জরিপ চালানো হয়।

গত চারদিন ধরে ১৬টি ওয়েবসাইট এবং ১৩টি ভাষায় পোলের মাধ্যমে ভারতীয়দের জনমত সংগ্রহ করে তারা। এই জরিপের চূড়ান্ত ফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই চীনবিরোধী মতামত দিয়েছেন। ৯৪ শতাংশ ভারতীয় মনে করেন, চীন বিশ্বাস করার মতো দেশ নয়।

জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একজনকে পছন্দ করতে বলা হয়েছিল। সেখানে বিপুল ভোটে জিতেছেন ট্রাম্প। তার পক্ষে ৯২ শতাংশ ভারতীয়, জিনপিংয়ের পক্ষে বাকি ৮ শতাংশ। মালায়ালি, উর্দু, মারাঠি এবং ওড়িষা ভাষার মানুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন আরও বেশি, প্রায় ৯৮ শতাংশ।

বিশ্বশক্তি হিসেবে চীনের বিষয়ে ভারতের অবস্থান কী হওয়া উচিত? এর জবাবে অধিকাংশ ভারতীয়ই মনে করেন, চীনাদের বিরুদ্ধেই থাকা ভালো ভারতের। তবে ৫১ শতাংশ তামিল ও ৫২ শতাংশ পাঞ্জাবি মনে করেন, ভারতের কোনো পক্ষেই যাওয়া উচিত নয়। সংবাদসূত্র : নিউজ-১৮

করোনা কারফিউয়ে

১৫ জনকে হত্যা

যাযাদি ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে কেনিয়ায় লকডাউন ঘোষণা করেছিল দেশটির সরকার। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ জারি করে তারা। কিন্তু এই সময়ে যারা আইন ভেঙেছেন, তাদের জন্য কঠোর ছিল নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ।

'ইন্টারন্যাশনাল পুলিশিং ওভারসাইট বডি'র (আইপিওএ) এক বিবৃতি থেকে জানা গেছে, কারফিউ শুরুর পর থেকে পুলিশের বিরুদ্ধে ৮৭টি অভিযোগ জমা হয়েছে সংগঠনটির কাছে। অভিযোগগুলো ছিল মৃতু্য, গুলি, হেনস্তা, মারধর, ডাকাতি, অমানবিক

আচরণ ও যৌন নিপীড়নের।

পুলিশের কর্মকান্ড পর্যবেক্ষণ করা সংগঠন আইপিওএ বলেছে, 'প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, কারফিউ শুরুর পর থেকে পুলিশ কর্মকর্তাদের সরাসরি নিপীড়নের শিকার হওয়ার ঘটনা ঘটেছে ৩১টি এবং মারা গেছেন ১৫ জন।'

প্রায় সময় মানবাধিকার সংগঠনগুলো কেনিয়ান পুলিশের বিরুদ্ধে শক্তির অপব্যবহার ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের অভিযোগ আনে। কিন্তু তারা শাস্তির আওতার বাইরে থেকে যায়। সংবাদসূত্র : আল-জাজিরা

বিমান বিধ্বস্ত, দুই

শিশুসহ নিহত ৫

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ছোট বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আরোহী। এদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ইটন্টন শহরের ছয় মাইল উত্তর-পূর্বে ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি। দুপুর ২টার দিকে ফ্লোরিডা থেকে চার যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল বিমানটি। বিকাল ৫টার দিকে নিউ ক্যাসলে অবতরণের কথা ছিল। কিন্তু পথিমধ্যে পুতনাম কাউন্টি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে বিমানটি। এর কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় সেটি।

তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েই পেস্ননটি দুর্ঘটনায় পড়েছে কি-না, তা এখনো নিশ্চিত নয়। পরিবারটি ইনডিয়ানায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গেছে। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101533 and publish = 1 order by id desc limit 3' at line 1