শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
করোনায় মৃতু্য

যুক্তরাজ্যকে টপকে চারে ভারত

মৃতু্যতে বিশ্বে চতুর্থ আর আক্রান্তে তৃতীয় বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯ লাখ ছাড়িয়েছে
যাযাদি ডেস্ক
  ১৪ আগস্ট ২০২০, ০০:০০

করোনাভাইরাসে মৃতু্যতে যুক্তরাজ্যকে টপকে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ৬৬ হাজার ৬৯৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। একই সময়ে দেশটিতে কোভিড-১৯-এ নতুন ৯৪২ জনের মৃতু্যও হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে। সংবাদসূত্র : বিবিসি, এনডিটিভি, এবিপি নিউজ

এদিকে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যুক্তরাজ্যে কোভিড-১৯-এ মৃতু্য হয়েছে ৪৬ হাজার ৭৯১ জনের। মৃতু্যর তালিকায় এখন ভারতের আগে আছে কেবল মেক্সিকো, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

মৃতু্যতে বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ ভারত শনাক্ত রোগীর সংখ্যায়ও রেকর্ড গড়েছে। এক পরিসংখ্যায় দেখা গেছে, বিশ্বের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান তৃতীয়। প্রায় ৫২ লাখ শনাক্ত রোগী এবং এক লাখ ৬৬ হাজারের বেশি মৃতু্য নিয়ে দুই তালিকারই শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সরকারি হিসাবেই আক্রান্ত ৩১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে মৃতু্যও হয়েছে এক লাখ চার হাজার ২০১ জনের।

ভারতে কোভিড-১৯-এ মোট মৃতু্যর প্রায় ৪০ শতাংশই দেখেছে মহারাষ্ট্র। ভাইরাস এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটির ১৮ হাজার ৬৫০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তামিলনাড়ুতে মৃতু্য ছাড়িয়েছে পাঁচ হাজার ২০০। দিলিস্নতে মারা গেছে চার হাজার ১৫৩ জন। জুলাইজুড়েই মৃতু্য বেড়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে কর্ণাটক। সেখানে কোভিড-১৯-এ এখন পর্যন্ত তিন হাজার ৫১০ জনের মৃতু্য হয়েছে। গুজরাটে দুই হাজার ৭১৩, অন্ধ্রপ্রদেশে দুই হাজার ২৯৬, উত্তরপ্রদেশে দুই হাজার ২৩০ ও পশ্চিমবঙ্গে দুই হাজার ২০৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া মৃতের সংখ্যা প্রতিদিনই হুহু করে বাড়ছে।

ভারতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট শনাক্ত রোগীও ২৪ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে মহারাষ্ট্রেই সরকারি হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত মিলেছে পাঁচ লাখ ৪৮ হাজার ৩১৩। তামিলনাড়ুতে শনাক্ত কোভিড-১৯ রোগী তিন লাখ ১৪ হাজার পেরিয়ে গেছে। তালিকায় এরপর আছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিলিস্ন, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।

সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংখ্যা মোট শনাক্ত রোগীর ৭০ শতাংশের বেশি।

পশ্চিবঙ্গের কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, রাজ্যটিতে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে এক লাখ চার হাজার ৩২৬ জনে। একদিনে নতুন ৫৪ জন নিয়ে র?াজ্যটিতে করোনাভাইরাসে মৃতু্য দুই হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি

৯ লাখ ছাড়িয়ে গেছে

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটার'র তথ্য মতে, মহামারিতে এ পর্যন্ত সাত লাখ ৪৮ হাজারের বেশি মানুষের মৃতু্য হয়েছে। পাশাপাশি সুস্থ হয়েছে এক কোটি ৩৭ লাখ চার হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108709 and publish = 1 order by id desc limit 3' at line 1