শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

তালেবানের জনক

মোল্লা সামি নিহত

যাযাদি ডেস্ক

পাকিস্তানে কট্টরপন্থি ধমীর্য় নেতা মোল্লা সামি উল-হক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে ‘তালেবানের জনক’ খ্যাত এই ধমীর্য় নেতাকে হত্যা করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। কট্টরপন্থি এই ধমীর্য় নেতার মাদ্রাসাতেই একসময় মোল্লা ওমরসহ তালেবানের শীষর্ নেতারা

পড়াশোনা করেছিলেন।

বেশিরভাগ গণমাধ্যম ছুরিকাঘাতে নিহত হওয়ার কথা জানালেও কিছু প্রতিবেদনে হত্যাকারীরা মোল্লা সালি উল-হককে গুলি করেছে বলেও দাবি করা হয়েছে। তবে, কী কারণে হত্যাকাÐ, সে সম্পকের্ নিশ্চিত হওয়া যায়নি। মোল্লা সামি উল-হকের ওপর আক্রমণের বিষয়টি এখনো কোনো গোষ্ঠী

স্বীকার করেনি।

তালেবান বিদ্রোহীদের শান্তি আলোচনায় রাজি করাতে ৮০ বছর বয়সী এ ধমীর্য় নেতাকে সম্প্রতি অনুরোধ করেছিলেন আফগানিস্তানের সরকারি কমর্কতার্রা।

সামি একসময় পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পকর্ থাকা কট্টরপন্থি দল জমিয়ত উলামা-ই-ইসলামের একটি অংশ থেকে নিবাির্চত

সংসদ সদস্যও ছিলেন।

আফগানিস্তান ও পাকিস্তানে ক্রিয়াশীল তালেবান শীষর্ নেতাদের অনেকেই মোল্লা সামির অনুসারী ছিলেন। তার মৃত্যু দেশ দুটির ভেতরকার অস্থিতিশীলতা আরও উসকে দিতে পারে। সংবাদসূত্র : বিবিসি

ভারতে সেই মানুষখেকো

বাঘকে গুলি করে হত্যা

যাযাদি ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার বাসিন্দাদের কাছে ত্রাসে পরিণত হওয়া বাঘিনি ‘আভনি’কে হত্যা করা হয়েছে। গত দুই বছরে আভনি ১৩ জনকে হত্যা করেছে বলে সন্দেহ বন কমর্কতাের্দর।

নথিপত্রে ‘টি১’ নামে পরিচিত আভনিকে ধরতে তিন মাস আগে বিস্তৃত অভিযান শুরু হয়। সবার্ধুনিক প্রযুক্তির সহায়তায় প্রায় ১৫০ সদস্যের একটি দল এ অভিযান চালাচ্ছিল। শেষ পযর্ন্ত শুক্রবার রাতে ‘শাপর্ শ্যুটার’ আসগর আলি বোরাতি জঙ্গলের ১৪৯ নম্বর কম্পাটের্মন্টে আভনিকে গুলি করে হত্যা করে

বলে জানায় পুলিশ।

এক বন কমর্কতার্ বলেন, “রাত প্রায় ১১টার দিকে আমাদের এক কমীর্ ‘ট্রাঙ্কুইলাইজেশন গান’ দিয়ে বাঘিনির শরীরে একটি ‘ডাটর্’ বিদ্ধ করতে সক্ষম হন। কিন্তু সেটি অজ্ঞান না হয়ে বরং দলটির ওপর ঝঁাপিয়ে পড়ে। দলে থাকা একজন তখন নিজেকে বঁাচাতে সেটিকে গুলি করে। এক গুলিতেই বাঘিনি মাটিতে লুটিয়ে পড়ে।”

বন কমর্কতাের্দর আবেদনের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোটর্ আভনিকে দেখা মাত্র গুলির নিদের্শ দিয়েছিল। তবে, বন্যপ্রাণীর অধিকার সুরক্ষাকমীর্রা সুপ্রিম কোটের্র নিদেের্শর স্থগিতাদেশ চেয়ে অনলাইনে পিটিশন দায়ের করেন।

ভারতে দুই হাজার দুইশর বেশি বাঘ বসবাস করে। যা বিশ্বে মোট বাঘের প্রায় ৬০ শতাংশ। সংবাদসূত্র : বিবিসি, এনডিটিভি

বিরূপ আবহাওয়ায় ২০

জনের প্রাণহানি

যাযাদি ডেস্ক

ইতালির উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু ও কয়েক হাজার হেক্টর বনভ‚মি ধ্বংস হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সাদিির্নয়ায় বজ্রপাতে ৮৭ বছর বয়সী এক নারী ও ৬২ বছর বয়সী এক জামার্ন পযর্টক মারা যান। এই নিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া এই ঝড়ে মৃতের সংখ্যা ২০

জনে দঁাড়িয়েছে।

গত মঙ্গলবার পাবর্ত্য অঞ্চলের দোলোমিতেস রেঞ্জে ঝড়ে বহু গাছ উপড়ে গেছে। ঝড়টি বেনেতো অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে। এই অঞ্চলের গাছ থেকে দিয়াশলাইলের কাঠি তৈরি করা হয়। সংবাদসূত্র : এএফপি অনলাইন

ফ্লোরিডায় যোগব্যায়াম

ক্লাসে গুলি, নিহত ২

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি যোগব্যায়াম কেন্দ্রে ক্লাস চলাকালে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পরে হামলাকারী আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ফ্লোরিডার রাজধানী তালাহাসের একটি অভিজাত শপিংমলে অবস্থিত ‘হট ইয়োগা স্টুডিও’তে এ ঘটনা ঘটে।

তালাহাস মেমোরিয়াল হেল্থকেয়ারে আহত ছয়জনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

হামলাকারী গুলি করা শুরু করলে ক্লাসে থাকা এক ব্যক্তি নিজের পিস্তল বের করে তাকে ধাওয়া করেন, এক পযাের্য় বন্দুকধারী আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, ক্লাসে থাকা ব্যক্তিরা বন্দুকধারীর বিরুদ্ধে শুধু ঘুরেই দঁাড়াননি বরং অন্যদের বঁাচানোর চেষ্টাও করেছেন।

হামলাকারী একজনই ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তার পরিচয় এবং যোগব্যায়াম ক্লাসে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কোনো বিবাদ ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সংবাদসূত্র : রয়টাসর্

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20821 and publish = 1 order by id desc limit 3' at line 1