শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাকির্ন প্রতিনিধি পরিষদে রেকডর্ সংখ্যক নারীর বিজয়

যাযাদি ডেস্ক
  ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০
মিশিগান থেকে নিবাির্চত রাশিদা তালিব

যুক্তরাষ্ট্রের মধ্যবতীর্ নিবার্চনে প্রতিনিধি পরিষদে বিপুল সংখ্যক নারী বিজয়ী হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নিবার্চনে প্রতিনিধি পরিষদে এবার ৯৬ জন নারী সদস্য বিজয়ী হয়েছেন। এর আগে এই সংখ্যা ছিল ৮৫ জন। সেই হিসাবে এবারের প্রতিনিধি পরিষদ নিবার্চনে রেকডর্ সংখ্যক নারীই বিজয়ী হয়েছেন। এবারের ৯৬ জন নারীর মধ্যে ৩১ জনই প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। বাকি ৬৫ জন আগে থেকেই প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। সংবাদসূত্র : সিএনএন, বিবিসি

প্রতিনিধি পরিষদের এবারের নিবার্চনে নারীরা একাধিক রেকডর্ও করেছেন। নিউইয়কের্র ডেমোক্রেট ২৯ বছরের আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কতের্জ কংগ্রেসে সবর্কনিষ্ঠ নারী হিসেবে যোগদান করে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি ৭৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মিনেসোটা ও মিশিগান রাজ্যের দুই ডেমোক্রেট রাজনীতিকও হয়েছেন ইতিহাসের অংশ। ইলহান ওমর ও রাশিদা তালিব মাকির্ন কংগ্রেসে প্রথম মুসলমান নারী হিসেবে নিবাির্চত হয়েছেন। গৃহযুদ্ধের কারণে সোমালিয়া থেকে পালিয়ে আসা ইলহান একজন সাবেক শরণাথীর্ ও রাশিদা ডেট্রয়টে জন্মগ্রহণকারী ফিলিস্তিন-আমেরিকান পিতামাতার সন্তান। মিনেসোটা থেকে নিবাির্চত ইলহান সোমালিয়া থেকে আসার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। তিনি মিনিসোটা অঙ্গরাজ্যের আইন পরিষদেরও সদস্য ছিলেন। শিশু বয়সে তিনি চার বছর কেনিয়ার একটি শরণাথীর্ শিবিরে ছিলেন। দুই বছর আগে যে রাতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিবাির্চত হন, সেই রাতে প্রথম সোমালি-আমেরিকান হিসেবে ওমর দেশটির একটি অঙ্গরাজ্যের আইন পরিষদের সদস্য নিবাির্চত হন। ওই প্রেসিডেন্ট নিবার্চনে ট্রাম্প সব মুসলমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার আহŸান জানিয়ে প্রচারণা চালিয়েছিলেন। তারই জবাবে মাকির্ন কংগ্রেসের প্রথম হিজাব পরা সদস্য হলেন ৩৬ বছর বয়সী ইলহান।

অপরদিকে ৪২ বছর বয়সী তালিবও ইতিহাসের ধারা পাল্টে দেয়া আরেকজন নারী। ২০০৮ সালে প্রথম মুসলমান নারী হিসেবে তিনি মিশিগান আইন পরিষদের সদস্য নিবাির্চত হয়েছিলেন। ফিলিস্তন থেকে যুক্তরাষ্ট্রে আসা এক পরিবারের ১৪ সন্তানের মধ্যে তিনি সবার বড়। ডেট্রয়েটে তার বাবা ফোডর্ মোটর কোম্পানির একটি প্রকল্পের কমীর্ ছিলেন।

ইতিহাস সৃষ্টিকারী এ দুই নারীই ব্যাপকভাবে ডেমোক্রেট প্রভাবিত এলাকা থেকে প্রতি›দ্বদ্বিতা করে নিবাির্চত হয়েছেন। তাদের মধ্যে ইলহান বিশাল ব্যবধানে জয় পেয়েছেন।

এছাড়া প্রথম আদিবাসী নারী হিসেবে কংগ্রেসে নিবাির্চত হয়েছেন কানসাস রাজ্যের শেরিস ডেভিডস ও নিউ মেক্সিকো রাজ্যের ডেব্রা হাল্যান্ড। আদিবাসী আমেরিকান এ দুই নারীই ডেমোক্রেট পাটির্র প্রাথীর্ ছিলেন।

শেরিস দেশটির আদিবাসী হো-চাঙ্ক জাতির সদস্য, আর ডেবরা এসেছেন পুয়েবলো অব লাগুনা থেকে। তাদের আসন দুটিতে ডেমোক্রেটরা বিজয়ী হবেন, আগেই এমন ধারণা করা হচ্ছিল। এর মধ্যে কানসাসের ভোটাররা সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটদের দিকে ঝুঁকেছেন; নিউ মেক্সিকোর আসনটি আগে থেকেই ডেমোক্রেটদের ঘঁাটি হিসেবে পরিচিত ছিল।

আদিবাসী ও মুসলমান নারীদের এই জয়কে দেশটির বতর্মান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অশনিসঙ্কেত হিসেবেই দেখছেন পযের্বক্ষকরা। এবারের মধ্যবতীর্ নিবার্চনকে ট্রাম্পের জন্য পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছিল, যে পরীক্ষার ফল তার জন্য তিক্ত হয়ে দেখা দেবে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21409 and publish = 1 order by id desc limit 3' at line 1