শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

ইমেলদাকে গ্রেপ্তারের

নিদের্শ আদালতের

যাযাদি ডেস্ক

ফিলিপাইনের দুনীির্তবিরোধী আদালত দেশটির সাবেক ফাস্টের্লডি ইমেলদা মাকোর্সকে গ্রেপ্তারের নিদের্শ দিয়েছে। শুক্রবার দুনীির্তর সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত ৮৯ বছর বয়সী ইমেলদাকে গ্রেপ্তারের আদেশ দেয়া হয়। এদিন আদালতে ইমেলদা বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এসব অভিযোগের প্রত্যেকটিতে তাকে আলাদা আলাদাভাবে সাত থেকে ১১ বছর পযর্ন্ত কারাদÐ ভোগের

সাজা দেয়া হয়েছে।

অবশ্য আদেশ দিলেও এখনই গ্রেপ্তার হচ্ছেন না সাবেক স্বৈরশাসক ফাদির্নান্দ মাকোের্সর স্ত্রী। তিনি চাইলে দুনীির্তবিরোধী আদালতের গ্রেপ্তার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সাজা থেকে মুক্তি চাইতে আবেদন করতে পারবেন

সুপ্রিম কোটের্ও।

স্বামীর শাসনামলে অগাধ ধনসম্পদের মালিক হয়ে তা দিয়ে জুতা, গহনা ও আটর্ওয়াকর্ কিনে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন এ নারী।

১৯৮৬ সালে সেনা সমথির্ত এক গণঅভ্যুত্থানে ফাদির্নান্দ ক্ষমতাচ্যুত হলে এ দম্পতির দুনীির্ত নিয়ে একের পর এক ফঁাস হতে থাকে। বিদেশে নিবার্সনে থাকা অবস্থায় ১৯৮৯ সালে ফাদির্নান্দের মৃত্যু হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার হাতিয়ে

নেয়ার অভিযোগ রয়েছে।

ইমেলদার বিরুদ্ধে ম্যানিলার গভনর্র থাকাকালে সাত লেনদেনে এক সুইস প্রতিষ্ঠানে ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলার পাচারেরও অভিযোগ রয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্

উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের

নিধাির্রত বৈঠক হয়নি

যাযাদি ডেস্ক

উত্তর কোরিয়ার কমর্কতার্রা ‘প্রস্তুত না থাকায়’ তাদের সঙ্গে মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাক্ষাৎ বাতিল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত মাকির্ন দূত নিকি হ্যালি। নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আগে সাংবাদিকদের

তিনি এ কথা বলেছেন।

গত বৃহস্পতিবার নিউইয়কের্ পম্পেওর সঙ্গে উত্তর কোরিয়ার কমর্কতাের্দর পূবির্নধাির্রত বৈঠক হওয়ার কথা ছিল। তবে বুধবার মাকির্ন পররাষ্ট্র দপ্তর বৈঠক বাতিলের বিষয়টি জানায়। তখন বৈঠকটি বাতিলের কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পকর্ আন্তরিক দাবি করে হ্যালি জানিয়েছেন, তিনি মনে করেন না, দুই দেশের মধ্যে গুরুতর কোনো বিষয় আছে এবং তিনি মনে করেন এ বৈঠকের তারিখ আবারও নিধার্রণ করা হবে। সংবাদসূত্র : বিবিসি

ইথিওপিয়ায় গণকবরে

২০০ মরদেহের সন্ধান

যাযাদি ডেস্ক

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ২০০ মরদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। দেশটির সোমালি ও অরোমিয়া সীমান্তবতীর্ অঞ্চলে গণকবরটির সন্ধান পাওয়া যায়।

গত এক বছরে সহিংসতায় হাজার হাজার ইথিওপিয়ান প্রাণ হারিয়েছেন। সাবেক স্থানীয় প্রেসিডেন্ট আবদি মোহাম্মাদের বিরুদ্ধে তদন্ত অভিযান চালাতে গিয়ে এই গণকবরের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

জাতিগত দাঙ্গা তৈরির অভিযোগে বিচারের অপেক্ষায় আছেন আবদি মোহাম্মদ। তার নিদেের্শ স্থানীয় নিরাপত্তা বাহিনী; যারা ‘লিউ’ হিসেবে বেশি পরিচিত, তারা এই হত্যাকাÐ ঘটিয়েছে বলে মনে করা হয়।

গত আগস্টে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে জোর করে অব্যাহতি দেয়া হয় আবদি মোহাম্মদকে। এর কয়েক সপ্তাহ পরে গ্রেপ্তারও করা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, ১৩ বছর শাসনামলে প্রচুর হত্যাকাÐ, ধষর্ণ ও নিপীড়ন সংঘটিত হয়েছে। সংবাদসূত্র : বিবিসি

পেট কেটে ডাক্তার ‘থ’

বের হলো স্ক্রু-কব্জা!

যাযাদি ডেস্ক

একশর বেশি পেরেক ও ধারালো স্ক্রু-কব্জা পেটের ভেতর থেকে বের করলেন চিকিৎসকরা। কদিন আগে এই অস্ত্রোপচার করা হয়েছে ইথিওপিয়ার রাজধানী

আদ্দিস আবাবাতে।

সেইন্ট পিটাসর্ স্পেশ্যালাইজড হাসপাতালের ডাক্তার দাওয়িত টিয়ারা জানিয়েছেন, ৩৩ বছরের ওই রোগী বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি প্রায় ১২২টি পেরেক, চারটি পিন, একটি টুথপিক এবং ভাঙা কাচের গøাস খেয়ে ফেলেছিলেন। এই অসুস্থতার সময় ওষুধ খাওয়া বন্ধ করে

দিয়েছিলেন ওই রোগী।

প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচার করে তার পেটের ভেতর থেকে ওই সামগ্রী বের করে আনেন চিকিৎসকরা। আর অস্ত্রোপচার শেষে এসব দেখে চিকিৎসকরা ‘থ’ বনে গেছেন।

চিকিৎসকরা জানয়েছেন, পানি দিয়েই বেশিরভাগ জিনিস গিলে খেয়েছিলেন ওই রোগী। আর ভাগ্যের জোরে প্রতিবারই প্রাণে বেঁচে গেছেন তিনি। এর কারণে বাজে ধরনের সংক্রমণের পাশাপাশি ওই রোগীর মৃত্যুও হতে পারত বলে মনে

করছেন চিকিৎসকরা।

আপাতত ওই হাসপাতালেই চিকিৎসা চলছে ওই রোগীর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21732 and publish = 1 order by id desc limit 3' at line 1