শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১০ জানুয়ারি ২০১৯, ০০:০০

মাকির্ন শতর্ প্রত্যাখ্যান

এরদোয়ানের

যাযাদি ডেস্ক

মাকির্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়ার ওয়াইপিজি কুদির্ গেরিলাদের সুরক্ষা দেয়ার বিষয়ে তুরস্কের প্রতি যে শতর্ দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তুকির্ প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, এই বক্তব্য ইসরাইলের প্রতিনিধিত্ব করে এবং আঙ্কারা এটা কখনোই গ্রহণ করবে না। তিনি আরও বলেন, ইসরাইলের হয়ে বোল্টন এ ধরনের শতর্ দিয়ে বড় ভুল করেছেন এবং তুরস্কের কাছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ইস্যুতে আমরা কোনো আপস করতে পারব না। পিকেকে, ওয়াইপিজি, ওয়াইপিডি এবং আইএসের মধ্যে সামান্যতম পাথর্ক্য নেই। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় জাতীয় সংসদে এমপিদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন এরদোয়ান। সংবাদসূত্র: বিবিসি নিউজ

জামাির্নতে দুবৃর্ত্তদের

হামলা

যাযাদি ডেস্ক

জামাির্নর উগ্র ডানপন্থি দল অলটানেির্টব ফর জামাির্নর (এএফডি) ব্রেমেন শহরের সভাপতি ফ্রাংক মাগনিৎস দুবৃর্ত্তদের হামলায় আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকালে ব্রেমেন শহরের গোয়েথেপ্লাৎসের কাছে মুখোশধারী তিন দুবৃর্ত্ত কাঠ দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। জামার্ন সংসদের নিম্নকক্ষের সদস্য ৬৬ বছর বয়সী ফ্রাংক মাগনিৎস সোমবার ব্রেমেনের একটি সংবাদপত্র কাযার্লয়ে নতুন বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফিরছিলেন। সংবাদসূত্র: ডয়েচে ভেলে

চীনে স্কুলে

সন্ত্রাসী হামলা

যাযাদি ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় ২০ শিশু আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে হামলাকারী। মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে বেইজিংয়ের শিনচেং জেলার প্রথম সারির প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটে। আহত ৩ শিশুর আঘাত গুরুতর। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে স্যোশাল মিডিয়া সাইট ওয়েইবোতে এক বিবৃতিতে জানিয়েছে শিনচেং জেলা সরকার। সংবাদসূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31360 and publish = 1 order by id desc limit 3' at line 1