শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুসলমান-প্রধান অঞ্চলে এবারও সাফল্য এসেছে বিজেপির!

ম যেখানে মুসলমান জনসংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে, এমন ৬৭টি আসনের ৩৯টিতেই জয়ী হয়েছে দলটি ম যাদের মুসলমান ভোট ব্যাংক রয়েছে বলে ভাবা হয়, তাদের চেয়েও অনেক এগিয়ে বিজেপি
নতুনধারা
  ২৬ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের যেসব আসনে মুসলমান জনসংখ্যা অনেকাংশে বেশি, অর্থাৎ ৪০ শতাংশের ওপরে, ২০১৪ সালের মতো এবারও সেই সব জায়গায় মুসলমানরা একজোট হয়ে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ভোট দেননি। বরং সেই সব আসনে তারা বিজেপির ভোটের ঝুলি ভরিয়ে দিয়েছেন। ফলে ওই আসনগুলোতে হতাশার বদলে এবারও সাফল্য এসেছে হিন্দুত্ববাদী দল বিজেপির। সংবাদসূত্র : হিন্দুস্থান টাইমস

বিশেষজ্ঞদের মতে, ২০১৪ সালের এমন ২৯টি লোকসভা আসনের মধ্যে বিজেপি জিতেছিল সাতটিতে। এতগুলো আসনে মুসলমানদের বিপুল ভোটব্যাংক রয়েছে, পাঁচ বছর আগে যা ধর্মনিরপেক্ষ দলগুলোও দখল করতে পারেনি। এবার ওই ২৯টি লোকসভা আসনের মধ্যে বিজেপি জিতেছে পাঁচটিতে। গতবারের জেতা দুটি আসন শুধু খুইয়েছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (এসপি), মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) জোটের কাছে।

পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের মতো এবারও ওই আসনগুলোতে জয়ী বিজেপি প্রার্থীদের কেউই মুসলমান নন। শুধু তাই নয়, যেসব লোকসভা আসনে মুসলমান জনসংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ বা ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে, সেই ৬৭টি লোকসভা আসনের মধ্যে ৩৯টিতে জয়ী হয়েছে বিজেপি। ছবিটা একই রকম ছিল গত লোকসভা ভোটেও।

বিশেষজ্ঞদের বক্তব্য, মুসলমান ভোট বিজেপি প্রার্থীদের ভোট-বাক্সে পড়ে না বলে যে ধারণা রয়েছে দেশটির ধর্ম নিরপেক্ষ দলগুলোর, তা ঠিক নয়। এর আগেও অনেক গবেষণায় দেখা গেছে, মুসলমান অধু্যষিত আসনগুলোতে তারা কখনোই জোট বেঁধে নির্দ্বিধায় কোনো দল বা প্রার্থীর বিরুদ্ধে ভোট দেন না। তারা ভোট দেন নিজেদের পছন্দ মতো। ভোট দেন পরিস্থিতি, প্রার্থীর গুণাগুণ বিচার করে। বস্তুত, ভারত স্বাধীন হওয়ার পর থেকে এটাই হয়ে আসছে। মুসলমানরা যদি একজোট হয়ে কোনো প্রার্থী বা বিশেষ কোনো দলকে ভোট দিতেন, তাহলে লোকসভায় মুসলমান এমপির সংখ্যা ৫০-এর কিছু বেশিতে আটকে থাকত না। তবে এটাও ঠিক, ভারতের স্বাধীনতার পর থেকে যে ক'জন মুসলমান এমপি হয়েছেন এখন পর্যন্ত, তারা সবাই নির্বাচিত হয়েছেন মুসলমান-প্রধান ওই ২৯টি আসন থেকেই।

গত বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল বেরুনোর পর দেখা যাচ্ছে, মুসলমান-প্রধান লোকসভা আসনগুলোতে বিজেপি প্রার্থীরাও মুসলমানদের ভোট পেয়েছেন। আর ওই আসনগুলোতে হিন্দু ভোট আরও বেশি একজোট হয়েছে বিজেপির পক্ষে।

সাম্প্রতিক আদম শুমারি ও নির্বাচন কমিশনের তথ্য জানাচ্ছে, ভারতের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে এমন ২৯টি আসন রয়েছে, যেখানে মুসলমানদের সংখ্যা ৪০ শতাংশের বেশি। সেই ২৯টি আসনের মধ্যে ২৭টিই রয়েছে জম্মু-কাশ্মির, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, কেরালা ও পশ্চিমবঙ্গে। বাকি দুটির একটি- লক্ষাদ্বীপ। অন্যটি তেলাঙ্গানার হায়দরাবাদ।

নির্বাচন কমিশনের পরিসংখ্যানকে সামনে রেখে বিশেষজ্ঞরা বলছেন, ওই ২৯টি আসনের মধ্যে গত লোকসভা ভোটে সাতটি জিতেছিল বিজেপি। অন্য সব কটি দলের চেয়ে বেশি। যাদের মুসলমান ভোটব্যাংক রয়েছে বলে মনে করা হয়, সেই ধর্মনিরপেক্ষ দলগুলোর কেউই বিজেপির মতো এত বেশি আসনে জিততে পারেনি। ২৯টির মধ্যে কংগ্রেস পেয়েছিল ছয়টি। বাকি ১৬টি আসন ভাগাভাগি হয়েছিল অ-বিজেপি, অ-কংগ্রেসি দলগুলোর মধ্যে। সাতটির মধ্যে বিজেপি পাঁচটিই জিতেছিল উত্তরপ্রদেশে, যেখানে ২০১৪ সালের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৭১টি পেয়েছিল নরেন্দ্র মোদির দল।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তরপ্রদেশের সমীকরণ কিছুটা বদলালেও, এবারও সেই পরিসংখ্যানের খুব একটা হেলদোল হয়নি। ওই ২৯টি আসনের মধ্যে 'হিন্দুত্ববাদী' দল বিজেপি জিতেছে পাঁচটি আসনে। দুটি আসন খুইয়েছে উত্তরপ্রদেশেই, বিএসপি-এসপির জোটের কাছে। এটাই প্রমাণ করছে, মুসলমানরা ওই আসনগুলোতে বিজেপি প্রার্থীদের একেবারে বর্জন করেছেন, তা নয়। বরং মুসলমানদের একাংশ ওই সব আসনে অ-মুসলমান বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছেন। যদিও বিজেপি এবার ছয়জন মুসলমানকে ভোটে প্রার্থী করেছিল, তাদের একজনও জয়ী হতে পারেননি। যদিও এবার লোকসভায় মুসলমান এমপির সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

বিশেষজ্ঞরা এটাও জানাচ্ছেন, জনসংখ্যার নিরিখে মুসলমানরা যেসব লোকসভা আসনে ২০ থেকে ৩০ শতাংশ (৪৮টি আসন) এবং ৩০ থেকে ৪০ (১৯টি আসন) শতাংশের মধ্যে, এমন ৬৭টি আসনে বিজেপির সাফল্য ২০১৪ সালে যা ছিল, এবারও ঠিক সেটাই রয়েছে। ওই ৬৭টি আসনের মধ্যে ৩৯টিতে জিতেছে বিজেপি। গতবারও তাই ছিল। তবে ওই আসনগুলোতে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান বেড়েছে। যা প্রমাণ করছে, ওই আসনগুলোতে মুসলমানদের ভোট আগের চেয়ে আরও বেশি একজোট হয়েছে বিজেপির পক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51115 and publish = 1 order by id desc limit 3' at line 1