শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হংকংয়ের আন্দোলনকারীরা বসালো 'লেডি লিবার্টি'
  ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০
পাহাড়ের চূড়ায় লেডি লিবার্টি মূর্তি

যাযাদি ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দীপ্ত করতে হংকংয়ের আন্দোলনকারীরা শহরটির লায়ন রক পাহাড়ের চূড়ায় বিশাল এক নারী মূর্তি স্থাপন করেছে। গ্যাস মুখোশ, হেলমেট এবং চোখরক্ষায় ব্যবহৃত চশমা পরা ৯ ফুট লম্বা মূর্তিটিকে আন্দোলনকারীরা 'লেডি লিবার্টি' নামে ডাকছে। মূর্তিটির হাতে একটি কালো ব্যানারে লেখা রয়েছে 'আমাদের সময়ের বিপস্নব, হংকংকে স্বাধীন করা', যা পাহাড়ের নিচ থেকেও দেখা যাবে। সংবাদসূত্র : রয়টার্স

শনিবার গভীর রাতে কয়েক ডজন গণতন্ত্রপন্থি আন্দোলনকারী বজ্রঝড়ের মধ্যেই পাহাড়ের এক হাজার ৫০০ ফুট উঁচু চূড়ায় মূর্তিটি নিয়ে যান। এ সময় আন্দোলনকারীদের অনেকের মাথায় 'হেডল্যাম্প' ছিল। চীনের ভূখন্ডভুক্ত এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচির আগেই তারা মূর্তিটির স্থাপন সম্পন্ন করে।

পুলিশের ছোড়া 'প্রজেক্টাইলে' চোখে আঘাত পাওয়া আহত এক নারী বিক্ষোভকারীর আদলে বানানো এ 'লেডি লিবার্টি' হংকংয়ের বাসিন্দাদের লড়াইয়ের প্রেরণা যোগাবে বলে বিশ্বাস এক আন্দোলনকারীর। তিনি বলেন, 'আমরা লোকজনকে বলছি, আপনারা হাল ছাড়বেন না। হংকংয়ের জনগণের প্রতিরোধ এবং লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রমই সব সমস্যার সমাধান করতে পারে।'

চীনশাসিত শহরটিতে বেইজিংয়ের কঠোর নিয়ন্ত্রণের বিরুদ্ধে বাসিন্দাদের টানা চার মাসের সহিংস আন্দোলন ও বিক্ষোভ হংকংকে পর্যুদস্ত করে রেখেছে। বিক্ষোভ-সহিংসতায় পর্যটন ও ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় এক দশকের মধ্যে এবারই প্রথম হংকংয়ের অর্থনীতি মন্দায় পড়েছে।

জুন থেকে শুরু হওয়া এ বিক্ষোভে পুলিশ এখন পর্যন্ত দুই হাজার তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সেপ্টেম্বর থেকে আটক করাদের প্রায় ৪০ শতাংশের বয়স ১৮ বছরের কম। ১০ শতাংশের বয়স ১৫ বছরের নিচে। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ আনলেও পুলিশ তা অস্বীকার করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71006 and publish = 1 order by id desc limit 3' at line 1