শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়াকে সময়সীমা বেঁধে দেয়া হবে না: পম্পেও

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০
মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়াকে সুনিদির্ষ্ট সময়সীমা বেঁধে দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রোববার ‘সিএনএন’কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, অপারমাণবিকীকরণের ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের নেয়া পদক্ষেপগুলোর পযাের্লাচনা হবে। গত ১২ জুন সিঙ্গাপুরে শীষর্ সম্মেলনের ধারাবাহিকতায় পারমাণবিক নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে অগ্রসর হবে বলেও আশা সাবেক এ সিআইএ প্রধানের। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্

চলতি সপ্তাহের শুরুর দিকে মাকির্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊধ্বর্তন কমর্কতার্ পারমাণবিক নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংকে সময়সীমা বেঁধে দেয়া হবে বলে জানিয়েছিলেন। পম্পেওর অবস্থানের সঙ্গে তার ওই বক্তব্যের সুস্পষ্ট পাথর্ক্য আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমর্কতার্ বলেছিলেন, সম্মেলনে যে চুক্তি হয়েছে, তার বাস্তবায়ন আমরা কীভাবে চাই, সেটি যখন তাদের কাছে উপস্থাপন করা হবে। তখন তাদের কাছে সুনিদির্ষ্ট কিছু চাওয়া হবে এবং অবশ্যই তার জন্য সুনিদির্ষ্ট সময় বেঁধে দেয়া হবে।

তবে পম্পেও বলেন, পারমাণবিক কমর্সূচি বাতিলে উত্তর কোরিয়ার আগ্রহকে গুরুত্ব দিয়ে পযাের্লাচনা করবে মাকির্ন প্রশাসন। যদিও সুনিদির্ষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেয়া হবে না। তিনি বলেন, ‘কোনো সময়সীমা দিচ্ছি না আমি; হতে পারে এটি দুই কি ছয় মাস। উভয় নেতা যা নিধার্রণ করেছেন, তা অজের্ন দ্রæতগতিতে অগ্রসর হওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রæতিবদ্ধ।’ সিঙ্গাপুরে ওই শীষর্ সম্মেলনের পরপরই মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ট্রাম্পের এই মেয়াদের মধ্যেই উত্তর কোরিয়া ‘বড় ধরনের নিরস্ত্রীকরণ’ করবে বলে আশা ওয়াশিংটনের।

ট্রাম্প-কিম দু’জনই কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার ব্যাপারে প্রতিশ্রæতি দিলেও পিয়ংইয়ং কীভাবে ও কত সময়ের মধ্যে তার পরমাণু কমর্সূচি বাতিল করবে, যৌথ ঘোষণায় তার উল্লেখ নেই। গত সপ্তাহেও ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার শীষর্ নেতার সঙ্গে তার স্বাক্ষরিত ঘোষণার সারকথাই হচ্ছেÑ ‘উত্তর কোরিয়ার সম্পূণর্ নিরস্ত্রীকরণ’। যদিও ঠিক কীভাবে এটি অজির্ত হবে, তার বিস্তারিত বলেননি মাকির্ন প্রেসিডেন্ট।

পিয়ংইয়ং অবশ্য শুরু থেকেই ‘একতরফা নিরস্ত্রীকরণে’ আপত্তির কথা জানিয়ে আসছে। উত্তর কোরিয়াকে আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত ঘোষণা করেছে। ওই ‘যুদ্ধ মহড়াকে’ উসকানি হিসেবেই বিবেচনা করে পিয়ংইয়ং।

রোববার পম্পেওর নেয়া ওই টেলিফোন সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করে সিএনএন। এতে যৌথ মহড়া বাতিলে প্রেসিডেন্টের ঘোষণার কথাও পুনরায় উল্লেখ করেন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এই পদক্ষেপ ততদিন পযর্ন্ত বলবৎ থাকবে, যতদিন মধ্যস্থতার ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা থাকবে, মিলবে ফলপ্রসূ অজর্ন। যদি তা না হয়, যদি দেখা যায় দুই নেতার প্রত্যাশা পূরণে সক্ষমতা নেই, তাহলে, আমরা এই পদক্ষেপ পুনঃযাচাই করবো।’

চার দশকের উত্তেজনার পর কিম দ্রæত যুক্তরাষ্ট্রের পছন্দমাফিক সব করে ফেলবেন, এমনটা প্রত্যাশা করা ঠিক হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী। যদিও পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তরের শীষর্ নেতার অবস্থান ‘দ্ব্যথর্হীন’ বলে মন্তব্য করেছেন পম্পেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে