শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
করোনা মহামারি

মৃতু্য কমছে ইতালি-স্পেনে বাড়ছে যুক্তরাষ্ট্রে

বিশ্বে মৃতু্য ৬৭ হাজার পার আক্রান্ত ১২ লাখের বেশি যুক্তরাষ্ট্রে আরও অনেক মানুষের মৃতু্য হতে যাচ্ছে :ট্রাম্প ইউরোপে মৃতু্যহার কমায় আপাতত স্বস্তি মিলছে
যাযাদি ডেস্ক
  ০৬ এপ্রিল ২০২০, ০০:০০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনাভাইরাসে ইতালি ও স্পেনে মৃতু্যহার আগের দিনগুলোর তুলনায় কমতে দেখা গেলেও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে সামনের 'কঠিন দুই সপ্তাহের' জন্য প্রস্তুত থাকতে বলেছেন। শনিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, 'অনেক অনেক মৃতু্য হতে যাচ্ছে।' এদিকে, আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটারের' তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা রোববার পর্যন্ত ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যাও ১২ লাখের কোঠা পার করেছে। সংবাদসূত্র :বিবিসি, সিএনএন, রয়টার্স

সুরক্ষা উপকরণ ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও হাসপাতালকে হিমশিম খেতে হচ্ছে। কেবল নিউইয়র্কেই আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার পেরিয়ে গেছে, মৃতের সংখ্যাও অতিক্রম করেছে সাড়ে তিন হাজার, এ সংখ্যা ভাইরাসটি যে দেশ থেকে উদ্ভূত হয়েছে সেই চীন থেকেও বেশি।

জরিপ সংস্থাটির মতে, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ১২ হাজারের বেশি; মৃতু্য ছাড়িয়েছে সাড়ে ৮ হাজার। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশে মহামারি দাপিয়ে বেড়ালেও ইতালি ও স্পেনে মৃতু্যহার কমার চিহ্নে আপাতত স্বস্তি মিলছে।

ইতালিতে শনিবার ৬৮১ জনের মৃতু্যর খবর দিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ। ২৩ মার্চের পর দেশটিতে এক দিনে এটিই সবচেয়ে কম মৃতু্য। ইতালিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা গুরুতর রোগীর সংখ্যাও কমেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সেখানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত চার হাজার ৮০৫ জন শনাক্ত হয়েছে, সংখ্যাটি গত কয়েকদিনের তুলনায় একটু বেশি। ইউরোপের এ দেশটিতেই কোভিড-১৯ এ মৃতের সংখ্যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। শনিবার পর্যন্ত ইতালিতে কমপক্ষে ১৫ হাজার ৩৬২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস; আক্রান্তের সংখ্যা এক লাখ ২৪ হাজারের বেশি।

মৃতু্য-আক্রান্তের সংখ্যা কমছে স্পেনেও। শনিবার দেশটিতে ৮০৯ জনের মৃতু্য হয়েছে। এ সংখ্যা শুক্র ও বৃহস্পতিবারের চেয়ে কম। মোট আক্রান্তের সংখ্যায় স্পেন ইতালিকে ছাড়িয়ে গেছে। দেশটির এক লাখ ২৬ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে; মৃতের সংখ্যাও প্রায় ১৩ হাজার। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আক্রান্তের সংখ্যায় জার্মানির পর থাকা ফ্রান্সে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার পেরিয়ে গেছে। বিভিন্ন নার্সিং হোমগুলোতে পড়ে থাকা মৃতদেহ যোগ করায় গত কয়েকদিনে দেশটিতে মৃতের সংখ্যায় বড় ধরনের উলস্নম্ফন দেখা যাচ্ছে।

আক্রান্ত-মৃতের সংখ্যা বাড়ছে যুক্তরাজ্যেও। ২৪ ঘণ্টায় দেশটিতে ৭০৮ জনের মৃতু্য হয়েছে। এদের মধ্যে আগে থেকে অসুস্থ পাঁচ বছর বয়সি এক শিশুও আছে। শনিবার পর্যন্ত যুক্তরাজ্য ও এর নিয়ন্ত্রণাধীন ভূখন্ডে কোভিড-১৯ এ চার হাজার ৩২০ জনের মৃতু্য হয়েছে।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও গত কিছুদিন ধরে দেশটিতে আক্রান্তের সংখ্যা অনেকখানি কমে এসেছিল। শনিবার দেশটি করোনাভাইরাসে মৃতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছে। সাম্প্রতিক দিনগুলোতে চীনে যে আক্রান্তদের পাওয়া যাচ্ছে, তাদের বেশির ভাগই হয় বিদেশফেরত, নয়তো তাদের মাধ্যমে সংক্রমিত হচ্ছেন। শনিবারও দেশটিতে নতুন ৩০ জন শনাক্ত হয়েছে; আগের কয়েক দিনের তুলনায় এ সংখ্যা বেশি।

এশিয়ার অন্যতম করোনাভাইরাস আক্রান্ত দেশ ইরানে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে, তিন হাজার ৪৫২ মৃতু্য নিয়ে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়েছে দেশটি; আর সুস্থ হওয়া রোগীর সংখ্যা প্রায় ২০ হাজার। ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৭০ জন, মৃতের সংখ্যা ২৯। ইসরাইলে আক্রান্তের সংখ্যা আট হাজার ১৮ জন, মৃতের সংখ্যা ৪৬ জন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশেও করোনাভাইরাস তার ভয়াল থাবা নিয়ে হাজির হয়েছে। আক্রান্ত-মৃতু্য বাড়ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায়। এদের মধ্যে মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৮৩ জন ও সুস্থ হয়েছেন ৯১৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95377 and publish = 1 order by id desc limit 3' at line 1