শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঠক মত

নতুনধারা
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা নিয়ে বাণিজ্য প্রতিহত করতে হবে

মানুষের মৌলিক পঁাচটি বিষয়ের অন্যতম হচ্ছে শিক্ষা। শিক্ষা জাতির মেরুদÐ। শিক্ষা ছাড়া একটি জাতি উন্নতির শিখরে পেঁৗছতে পারে না। বতর্মান সরকারের একটি প্রশংসনীয় কাযর্ক্রম হচ্ছে বছরের প্রথম দিনে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পযর্ন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ। এর জন্য সরকারকে সাধুবাদ জানাই। সরকার ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধ করতে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এর বিপরীতে কিছু অসাধু মানুষ শিক্ষাকে নিয়ে বাণিজ্য করছে। বিভিন্ন জায়গায় স্কুল-কলেজ খুলে যেন ব্যবসার আসর বসিয়েছে। তারা ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষা না দিয়ে যেন টাকা রুজির ধান্ধা শুরু করেছে। এদিক দিয়ে অনেক বেশি এগিয়ে আছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। ভতির্ করতে হলে ছাত্রছাত্রীদের অভিভাবকদের বিশাল অংকের টাকা গুনতে হয়। আবার মাসে মাসে মাসিক বেতন হিসেবে অনেক টাকা দিতে হয়। যা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের জন্য অসম্ভব। তাইতো যারা আথির্কভাবে সচ্ছল উনারা উনাদের ছেলে মেয়েদের ভতির্ করান। সেই সুযোগ নেয় কিছু শিক্ষা নিয়ে বাণিজ্যকারী। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যে, মাতৃভাষা বাংলার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারি বাংলা মায়ের সূযর্ সন্তানরা প্রাণ দিলেন। সেই মাতৃভাষা বাংলা সম্পকের্ অজ্ঞ থাকে বেশির ভাগ ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা। ইংরেজি অনগর্ল বলে যাচ্ছে কিন্তু বাংলার অনেক সহজ শব্দ জানে না। কেনো জিনিসের নাম তাদের ইংরেজিতে বলতে হয়। কারণ তারা বাংলায় বললে চিনতে পারে না। যা অত্যন্ত দুঃখজনক। অনেককে জিজ্ঞাসা করলে স্বাধীনতা দিবস কবে, শহীদ দিবস, কিংবা বিজয় দিবস কবে বলতে পারে না। কারণ তাদের এসব বিষয়ে শেখানো হয় না। যা খুব দুঃখজনক, এবং লজ্জার। ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়াও বাংলা মিডিয়ামের অনেক স্কুল কলেজেও শিক্ষা বাণিজ্য হচ্ছে সা¤প্রতিক সময়ে চট্টগ্রামের একটি স্কুলে দেখা গেল জেএসসির পরীক্ষার জন্য কয়েকজন ছাত্রছাত্রী ফরম ফিলাপের টাকা জমা দিয়েছিল। কিন্তু পরীক্ষার সময় দেখা গেল ছাত্রছাত্রীরা প্রবেশপত্র পেল না। পরে এক সাবেক ছাত্রনেতার হস্তক্ষেপে পরীক্ষার দিন সকালে ফরম ফিলাপ করিয়ে পরীক্ষার ব্যবস্থা করছেন। অবশ্যই এই সাবেক ছাত্রনেতা প্রশংসার দাবি রাখেন। কিন্তু প্রশ্ন হলো স্কুল কতৃর্পক্ষের কেন এই দায়িত্বহীনতা। এ ছাড়া দেখা যায়, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ফরম ফিলাপের সময় বাড়তি টাকা নেয়ার প্রতিযোগিতা অনেক স্কুল কতৃর্পক্ষ শুরু করে। শিক্ষাকে নিয়ে কেন এই বাণিজ্য? ছাত্রছাত্রীদের অভিভাবকদের কেন এই জিম্মি করা? অনেক শিক্ষক কোচিং সেন্টার খুলে শিক্ষাকে নিয়ে বাণিজ্য করছেন। আবার দেখা যায়, মানুষ গড়ার কারিগর অনেক শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় নোট না দিয়ে তাদের কোচিং সেন্টারে যাওয়ার জন্য বলছেন। শিক্ষা নিয়ে কেন এই বাণিজ্য? জাতি জানতে চায়। এসব লোভী মানুষকে রুখে দঁাড়াতে হবে,? এদের প্রতিহত করতে হবে, জেগে ওঠ বাংলাদেশ। শিক্ষা নিয়ে বাণিজ্য প্রতিহত কর বাংলাদেশ।

আব্দুল আউয়াল

ঢাকা

দৌলদিয়া ঘাটে মাস্তানদের উপদ্রব বন্ধ করুন

বতর্মানে দৌলদিয়া ঘাটে মাস্তানদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ যাত্রী। সন্ধ্যার পর দৌলদিয়া ঘাটে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। দক্ষিণ ও পশ্চিম অঞ্চল থেকে আসা গাড়িগুলো থামে দৌলদিয়া ঘাট প্রান্তেÑ যা পাটুরিয়া হয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়, কিন্তু সাধারণ যাত্রীরা যখন লঞ্চ বা স্টিমারে ওঠে বা নামে তখন স্থানীয় মাস্তানরা যাত্রীদের কাছ থেকে জোরপূবর্ক ভাড়া আদায়, অস্ত্র দেখিয়ে ঘড়ি, অথর্, ব্যাগ ছিনতা ইত্যাদি সন্ত্রাসী কাযর্ক্রম করে থাকে। এ ছাড়া রিকশা, মাহিন্দ্রতে যাত্রী নিয়ে যেখানে সেখানে নিজর্নস্থানে জটলা পাকিয়া, অশোভন অঙ্গভঙ্গি করে এবং নানা প্রকার আপত্তিকর মন্তব্য করে। মাস্তানরা বয়স্ক নারী-পুরুষকে যখন তখন লাঞ্ছিত করে থাকে।

আবার স্থানীয় লোকদের দোকান ভাঙচুর, হোটেল ভাঙচুর এ এলাকার নিত্যনৈমিত্তিক ঘটনা। স্থানীয় লোকদের ভয়ে সবসময় তটস্থ থাকে। এসব মাস্তানরা নিত্যদিনে সংঘবদ্ধভাবে পথচারীকে হয়রানিমূলক কমর্কাÐ করে থাকে। এমনকি জোরপূবর্ক চঁাদা আদায়ের ঘটনা ঘটেছে স্থানীয় দোকানগুলো থেকে। রাত ১০টার পর রাস্তা দিয়ে কোনো ভদ্রলোক মুক্তভাবে হাটতে পারে না। সন্ধ্যায় যখন লোডশেডিং দেখা যায়, তখন তারা ভয়াবহ মাদকাসক্ত হয়ে পড়ে এবং মাদকের রমরমা ব্যবসায় জড়িয়ে পড়ছে। মাস্তানদের কমর্কাÐ অনুসরণ করছে উঠতি বয়সী তরুণরাÑ যা আগামী ভবিষৎ প্রজন্মের জন্য ভয়াবহ হয়ে যাবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। তা নাহলে এক সময় ডন মাফিয়া রূপে পরিণত হবে। যাতে এই রকম কমর্কাÐ অন্য কোথাও হতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর।

সৌরভ

সরকারি নাজিমুউদ্দিন কলেজ মাদারীপুর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22545 and publish = 1 order by id desc limit 3' at line 1