শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
পাঠক মত

সড়ক দুঘর্টনা রোধে আশু করণীয়

মাহবুবউদ্দিন চৌধুরী ফরিদাবাদ, ঢাকা
  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

১. চলন্ত গাড়িতে মোবাইল ফোনে ড্রাইভারের কথা বলা নিষিদ্ধ করতে হবে। বাস চালানোর সময় চালকদের সঙ্গে সুপারভাইজার ও হেলপারের গল্প-গুজব করা চলবে না। ২. দূরপাল্লার বাসচালকদের অধিক জদার্ দিয়ে একের পর এক পান খাওয়ার বদাভ্যাস ত্যাগ করতে হবে। এটা ড্রাইভারের মাথা ঘুরিয়ে যখন-তখন দুঘর্টনা ঘটায়। ৩. রাস্তায় গাড়ি বা দূরপাল্লার বাস-ট্রাক বের করার আগে ভালোভাবে পরীক্ষা করতে হবে। ৪. হাইওয়েগুলোতে রিকশা, গরু-বাছুরের চলাচল বন্ধ করতে হবে। ৫. বিশেষ করে হাইওয়েগুলো প্রশস্ত করা দরকার এবং মাঝে অবশ্যই ‘ডিভাইডার’ দিতে হবে। ৬. হাইওয়েগুলোতে রাতে পযার্প্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। ৭. প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ চালক দিয়ে গাড়ি চালাতে হবে। ৮. রাস্তার ওপর থেকে হাটবাজার তুলে দিতে হবে। ৯. নিরাপত্তা ও ত্বরিৎ চিকিৎসাসেবার স্বাথের্ পযার্প্ত হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা করতে হবে। ১০. সড়কগুলো নিখুঁত হতে হবে। ১১. বিআরটিএ ও পুলিশের সহযোগিতায় ভুয়া ড্রাইভিং লাইসেন্স বন্ধ করতে হবে। এসব বিষয়ে সরকার ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বাস-ট্রাকচালক সমিতি, এনজিও, দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সচেতন নাগরিক ও মিডিয়া এগিয়ে এলে সড়ক দুঘর্টনার মাত্রা অনেকটা কমে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34717 and publish = 1 order by id desc limit 3' at line 1