logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়   ০৫ জুলাই ২০২০, ০০:০০  

বিজ্ঞান

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা
মাশরুম
অধ্যায় - ২

৭। কোন রাজ্যের জীবদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না?

উত্তর : মনেরা

৮। রাইজোবিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : মনেরা

৯। ইউগেস্ননা কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : প্রোটিস্টা

১০। কোন রাজ্যের উদ্ভিদ পরভোজী?

উত্তর : ফানজাই বা ছত্রাক

১১। ফার্ন কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : পস্নান্টি

১২। ইস্ট কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : ফানজাই বা ছত্রাক

১৩। কোন রাজ্যের উদ্ভিদরা স্বভোজী?

উত্তর : পস্নান্টি

১৪। মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : ফানজাই বা ছত্রাক

১৫। কোন রাজ্যের জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না?

উত্তর : অ্যানিমেলিয়া

১৬। আম, জাম, কাঁঠাল ইত্যাদি কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : পস্নান্টি

১৭। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তারা কীসের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে?

উত্তর : স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে

১৮। স্পাইরোগাইরা কীসের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?

উত্তর : স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে

১৯। মাছ, পাখি, গরু, মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : অ্যানিমিলিয়া

২০। পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : ফানজাই বা ছত্রাক

২১। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত উদ্ভিদের নাম কী?

উত্তর : ফার্ন

২২। কোন ধরনের উদ্ভিদ পুরনো ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসা ঠাসিভাবে জন্মে?

উত্তর : মস উদ্ভিদ

২৩। কোন উদ্ভিদে ফুল উৎপন্ন হয়?

উত্তর : সপুষ্পক উদ্ভিদে

২৪। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে?

উত্তর : যেসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে।

২৫। আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?

উত্তর : যেসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে এবং নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় তাদেরকে আবৃতবীজী উদ্ভিদ বলে।

২৬। সাইকাস ও পাইনাস কোন ধরনের উদ্ভিদ?

উত্তর : নগ্নবীজী উদ্ভিদ

২৭। মেরুদন্ডের ওপর ভিত্তি করে প্রাণীজগৎকে কয় ভাগে ভাগ করা হয়?

উত্তর : ২ ভাগে

২৮। কোন ধরনের প্রাণীদের দেহে কঙ্কাল থাকে না?

উত্তর : অমেরুদন্ডী প্রাণীদের

২৯। পৃথিবীতে কোন শ্রেণিভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর : পতঙ্গ শ্রেণিভুক্ত

৩০। কোন ধরনের প্রাণীরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উত্তর : মেরুদন্ডী প্রাণীরা

৩১। প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো ইত্যাদি কোন ধরনের প্রাণী?

উত্তর : অমেরুদন্ড

৩২। পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণীদের দেহ কয়টি অংশে বিভক্ত?

উত্তর :৩টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে